India vs Sri Lanka T20: নিশ্চিত হার থেকে সুপার ওভারে জয়ের মালা, নেপথ্যে কি রিঙ্কু সিং এর গর্জন নাকি সূর্যের তেজ

India vs Sri Lanka T20


India vs Sri Lanka T20: ক্রিকেট বিশ্বে ভারতীয় দলের জয় রথ এখনও অব্যাহত। ভারতের দলের শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে মাত্র 137 রান সংগ্রহ করে ভারতীয় দল। ভারতীয় টপ অর্ডার একপ্রকার ধরাশায়ী হয়ে গেছিল শ্রীলঙ্কার স্পিন অ্যাটাকের সামনে। শুভমান গিল (37 বলে 39), রিয়ান পরাগ (18 বলে 26) এবং ওয়াশিংটন সুন্দরের (18 বলে 25) ইনিংসে ভর করে 137 রানেই পৌঁছাতে পারে ভারতীয় দল। 20 ওভারের শেষে 8 উইকেট হারিয়ে 137 রান করে দল। শ্রীলঙ্কার সামনে ছিল 138 রানের টার্গেট। 

শ্রীলঙ্কার শুরুটা খুব ভালোই হয়। দুই ওপেনার পাথুম নিশঙ্কা এবং কুশল মেন্ডিস যথাক্রমে 26 এবং 43 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 58 রানের গুরুত্বপূর্ণ ওপেনিং পার্টনারশিপের পর কুশল পেরেরার সঙ্গে জুটি বেঁধে মেন্ডিস দলকে 110 রান অবধি পৌঁছে দেন। 16 তম ওভারে যখন মেন্ডিস আউট হন তখন দলের জয়ের জন্য দরকার মাত্র 38 রান। হাতে রয়েছে 8 টি উইকেট। কিন্তু কুশল মেন্ডিসের আউট হবার পরেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার মিডিল অর্ডার। 

19তম ওভারে বল হাতে এগিয়ে আসেন ব্যাটার রিঙ্কু সিং। তিনি 3 রানের বিনিময়ে 2 টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ ওভারে বাকী ছিল মাত্র 6 রান। শ্রীলঙ্কার হাতে তখনও রয়েছে 4 টি উইকেট। বর্তমান যুগে যেখানে মুড়ি মুড়কির মতো রান হয় সেখানে শেষ ওভারে 6 রান আটকানো একপ্রকার অসম্ভব কাজ। কিন্তু সেই কাজকে সম্ভব করে দেখালেন ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব। যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে ব্যাট হাতে বহুবার ম্যাজিক দেখালেও বল হাতে কোনোদিন দেখা যায়নি তাকে। এদিন শেষ ওভার বোলিং করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক। ওভারে 5 রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে দলকে ড্র করতে সাহায্য করেন তিনি। এরপর এখান থেকে আবার জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারতীয় দল।

আরো পড়ুন:- তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটিং বিধ্বস্ত ভারতীয় দলের

 সুপার ওভারে বল হাতে এগিয়ে আসেন ওয়াশিংটন সুন্দর। প্রথম বল ওয়াইড দেন। পরের বলে 1 রান হলেও তারপরের দুটি বলেই দুটি উইকেট তুলে নেন অভিজ্ঞ স্পিনার। ভারতের সামনে টার্গেট 3 রানের। ব্যাক হাতে মঞ্চে অবতীর্ণ হন অধিনায়ক সূর্য কুমার যাদব এবং শুভমান গিল। মাহিশ থিকসানার প্রথম বলেই স্যুইপ করেন অধিনায়ক সূর্য কুমার যাদব। ফিল্ডিং মিস করার সৌজন্যে বল বাউন্ডারি লাইনে পৌঁছায়। ফলত সুপার ওভারে জয়ের মাধ্যমে টি টোয়েন্টি সিরিজে 3-0 তে সিরিজ পকেটে পুরে নিলো ভারতীয় দল। এদিন প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়াশিংটন সুন্দর। প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন অধিনায়ক সূর্য কুমার যাদব। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জয় দিয়েই শুরু হলো অধিনায়ক সূর্য কুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরের যুগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ