From Fill Up WBSSC Group C and D 2025: গ্ৰুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী নিয়োগের জন্য এখনই করা যাবে না আবেদনা, কি কারনে স্থগিত হলো আবেদন প্রক্রিয়া?

 From Fill Up WBSSC Group C and D 2025: গ্ৰুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী নিয়োগের জন্য এখনই করা যাবে না আবেদনা, কি কারনে স্থগিত হলো আবেদন প্রক্রিয়া?

From Fill Up WBSSC Group C and D Recruitment 2025


WBSSC Group C and D Reclamation 2025
: ২০১৬ সালের এসএসসি প্যানেলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে। এক ধাক্কায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গিয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে প্রায় ৯ বছর পর রাজ্য নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছে। কিন্তু এখনো কোনরূপ সুরাহা হয়নি অশিক্ষক কর্মচারী অর্থাৎ রাজ্যের বিভিন্ন স্কুলের গ্রুপ সি এবং ডি কর্মচারীদের(WBSSC Exam Group C and D Reclamation)।

এসএসসির পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১৬ ই সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনের প্রক্রিয়া(WBSSC Group C and D Exam) শুরু হওয়ার কথা। আবেদন প্রক্রিয়া চলতে ৩১ অক্টোবর পর্যন্ত।  কিন্তু ১৭ সেপ্টেম্বর এমনকি ১৮ সেপ্টেম্বর পর্যন্তও এসএসসির পোর্টাল খোলেনি বলে চাকরিপ্রার্থীদের দাবি। এদিন এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় এখনই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আবেদন(WBSSC Group C and D From Fill Up)গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কবে হবে ফর্ম পূরণ শুরু, তার কোনো নিশ্চয়তা এখনও নাই। ফলত, চাকরিপ্রার্থীরা এ বিষয়ে স্পষ্ট যে, আবেদনের সময়সীমা পিছোচ্ছে, অর্থাৎ পরীক্ষার সময়কালও পিছোবে।

আরো পড়ুন:- New Primary TET Recruitment 2025

আগেই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছিল রাজ্যে গ্রুপ সি (WBSSC Group C)পদে নিয়োগের জন্য ২৯৮৯ টি শূন্যপদ রয়েছে। এবং গ্রুপ ডি (WBSSC Group D) পদে নিয়োগের জন্য ৫৪৮৮ টি পদ খালি রয়েছে। এই সমস্ত পদে পূর্ববর্তী চাকরিহারা যোগ্য ৩৩৯৪ জন সহ নতুন চাকরিপ্রার্থীদের চাকরি প্রদানের জন্য খুব শীঘ্রই পরীক্ষা হবে। কিন্তু এদিনের বিজ্ঞপ্তির পর সেই আশায় এক প্রকার ভাটা পড়ে গেল বলে ধারণা চাকরিহারা যোগ্য অশিক্ষক কর্মচারীদের। এই নিয়ে চাকরি হারা যোগ্য অশিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চারও হয়েছে। এক গ্রুপ সি কর্মীর মতে, 'রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সুরাহা হয়ে গেলেও আমাদের মত যোগ্য অশিক্ষক কর্মচারীদের এখনো কিছুই হলো না, এত মাস ধরে বেতন বন্ধ, সামনে কি করবো কিছুই বুঝতে পারছিনা', বলে আফসোস। আপাতত, এস এস সি'র আগামী বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে থাকতে হবে সকল চাকরী প্রার্থীদের।

আরো পড়ুন:- WBSSC Answer Key 2025 

 From Fill Up WBSSC Group C&D:- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ