WBSSC Group C And D From Fill Up Date: কবে হবে অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষা, কি জানালেন ব্রাত্য বসু?

WBSSC Group C And D BIG Update: কবে হবে অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষা, কি জানালেন ব্রাত্য বসু?

WBSSC Group C And D From Fill Up Date


 WBSSC Group C And D From Fill Up Date: চাকরি হারা যোগ্য অশিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে বড় ঘোষণা রাজ্যের। নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা সংগঠিত হয়ে গিয়েছে। তার উত্তরপত্রও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। এবার পালা ছিল অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষার। গত ২৯শে আগস্ট এসএসসি তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ১৬ সেপ্টেম্বর থেকে অশিক্ষক কর্মচারী নিয়োগের জন্য ফর্ম পূরণ শুরু হবে। ৩১ শে অক্টোবর পর্যন্ত প্রক্রিয়া চলবে। কিন্তু ১৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানায়, এখনই ফর্ম গ্রহণ করা যাচ্ছে না। এর পরেই চাকরি হারা অশিক্ষক কর্মচারীরা ক্ষোভে ভেঙে পড়ে। তাদের দাবি, এত মাস ধরে বেতন বন্ধ। জীবনযাপন খুবই অসুবিধাজনক হয়ে উঠছে।

আরো পড়ুন: Upper primary TET exam 2025

এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম  জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তাকে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের বিষয়ে জিজ্ঞেস করা হলে,  তিনি জানান, পুজো পর্ব মিটলেই পরীক্ষা হবে। উক্ত পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ ভাবেই নিয়োগ হবে। স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে এই বিষয়ে সরকারের কথা হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে চাকরীহারা অশিক্ষক কর্মচারীদের সেই ৩ এপ্রিল থেকে চাকরি এবং বেতন বন্ধ। প্রাথমিকভাবে সরকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে তাও বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যথেষ্ট দ্রুত ভাবে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু অশিক্ষক কর্মচারীদের এখনো সুরাহা হয়নি। অশিক্ষক কর্মচারীদের একাংশ কলকাতার রাস্তায় বারে বারে আন্দোলন করছেন। কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না। পুজোর আগে বেতনহীন অশিক্ষক কর্মচারীরা ছেলেমেয়েদের জামাকাপড়ও কিনে দিতে পারছে না বলেও অনেকে আফসোস। কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন পুজো পর্ব মিটলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে পারেন অশিক্ষক কর্মচারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ