SSC BIG Update: কেন্দ্রীয় চাকরির পরীক্ষায় প্যাটার্ন পরিবর্তন, কি আশঙ্কায় পরীক্ষার্থীরা? জেনে নিন

 SSC BIG Update: কেন্দ্রীয় চাকরির পরীক্ষায় প্যাটার্ন পরিবর্তন, কি  আশঙ্কায় পরীক্ষার্থীরা? জেনে নিন

SSC BIG Update

কেন্দ্রীয় চাকরির পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তর এস এস সি। এস এস সি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এদিন রাতে সি পি ও (২০২৫) এর বিস্তৃত বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের ওয়েবসাইটে। দিল্লি পুলিশে এস আই পদ সহ কেন্দ্রীয় সরকারের অন্যান্য আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের জন্য প্রতি বছর এই পরীক্ষা নেয় এস এস সি।

এই সি পি ও (CPO 2025) পরীক্ষার প্যাটার্নে ব্যাপক পরিবর্তন আনলো কমিশন। এতদিন পরীক্ষা হতো দুটো ধাপে- Tier 1 এবং Tier 2। Tier 1 এ সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি এবং জিআই বা রিজনিং এই চারটি বিষয় থেকে ৫০ টি করে মোট ২০০ টি প্রশ্ন থাকতো। মোট সময় থাকতো ২ ঘন্টা। Tier 2 পরীক্ষা শুধুমাত্র ইংরেজি বিষয়ের উপর হতো। ২০০ টি প্রশ্ন এবং ২ ঘন্টা সময় বরাদ্দ থাকতো। প্রশ্ন এবং সময়ের কোনোরকম পরিবর্তন হয়নি। কিন্তু সময়ের বিভাজন বিভিন্ন ব্যাংকের কর্মচারী নিয়োগের পরীক্ষার মতো করে দিয়েছে কমিশন। Tier 1 পরীক্ষায় আগত চারটি বিষয়ের জন্যই আলাদা আলাদা করে ৩০ মিনিট প্রতি বিষয়ের জন্য বরাদ্দ করবে কমিশন। অর্থাৎ পরীক্ষার্থীরা আর নিজেদের সুবিধা মতো বিভিন্ন বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে না। Tier 2 পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি বিষয় এলেও তাতেও চারটি ভাগে ৩০ মিনিটের শ্লট তৈরি করে দিয়েছে কমিশন। কমিশনের আপাত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্ৰ্যামার, ভোকাবুলারি, ফিল ইন দ্যা ব্লাংস এবং কম্প্রিহেনসন এই চারটি ভাগে ভাগ করা হতে পারে। প্যাটার্নের পরিবর্তন হবার ফলে পরীক্ষার্থীদের মধ্যে একটা আশঙ্কা দেখা দিচ্ছে কীভাবে কি হবে আগামীর পরীক্ষা।

আরো পড়ুন:- Upper Primary TET 2025

প্রসঙ্গত উল্লেখ্য যে, এস এস সি সিজিএল পরীক্ষার Tier 1 শেষ হয়েছে। কমিশন জানিয়েছে, মোট ২৮ লক্ষ পরীক্ষার্থী ফর্ম পূরণ করলেও উপস্থিত পরীক্ষার্থী ১৩.৫ লক্ষ। আগামী ১৫ অক্টোবর সিজিএল পরীক্ষার উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ