পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন


পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পিএসসি ক্লার্কশিপ, ২০২৩ এর পরীক্ষা গত বছর হয়ে গেছিলো। রাজ্যের প্রায় ৫ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিল। এদিন ফলাফল প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। মোট প্রায় ৮৯ হাজার প্রার্থী পাশ করেছে পিএসসি ক্লার্কশিপ পার্ট ১ এর পরীক্ষায়। ১০০ নাম্বারের এই পরীক্ষায় জেনারেল বিভাগে কাট অফ উঠেছে ৪৯. একই ক্রমে ওবিসি, এসসি, এসটি এদের কাট অফ যথাক্রমে ৪৮, ৪৭ এবং ২৯. উল্লেখযোগ্য বিষয়, ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ শুধুমাত্র ১১.৭৫ । কোনো কোনো বিভাগে কাট অফ মাইনাসে চলে গেছে যা পিএসসির ইতিহাসে প্রথম। 

এবার পিএসসি ক্লার্কশিপ পার্ট ২ এর পরীক্ষা আগামী ডিসেম্বরে নেওয়ার কথা। এখনও অফিসিয়ালি পিএসসি কিছু জানায়নি। পিএসসি ক্লার্কশিপ পার্ট ২ তে দুটি বিষয় থাকে। বাংলা এবং ইংরেজি। মোট ১০০ নম্বরের পরীক্ষা। 

বাংলা: নম্বর - ৫০

কি কি আসবে:

১. রিপোর্ট লেখা।

২. Precis লেখা।

৩. বঙ্গানুবাদ।

ইংরেজি: নম্বর - ৫০

১. রিপোর্ট লেখা।

২. প্রেসি লেখা।

৩. Translation 

পার্ট ২ পরীক্ষার পর পার্ট ১ এবং পার্ট ২ এর মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কিল টেস্ট বা টাইপিং এ্য জন্য ডাক পাবে চাকরিপ্রার্থীরা। তারপরেই হবে ফাইনাল সিলেকশন পর্ব। স্কিল টেস্টের পর নম্বরের ভিত্তিতে নির্বাচিত হবে চাকরিপ্রার্থীরা। 

কবে ঘোষণা হয় পার্ট ২ এর ডেট। তার অপেক্ষায় চাকরিপ্রার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ