Primary TET News: 2022 এর প্রাইমারি চাকরি চাকরি প্রার্থীদের শূন্য পদ বাড়াচ্ছে রাজ্য?

primary tet

Primary TET  News 2022: প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধির দাবিতে রাস্তায় হাঁটলেন ডিএলএড উত্তীর্ণ টেট পাশ চাকরিপ্রার্থীরা। এদিন তারা শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। মিছিলে হাঁটতে দেখা গেছে বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও। প্রাথমিক টেট পাশ ডি এল এড  ঐক্যমঞ্চের দাবি, ২০২২ সালে যাদের নিয়োগ হয়েছে তারা ২০১৪ এবং ২০১৭ সালের টেট পাশ প্রার্থী। অর্থাৎ ২০১৭ সালের পর থেকে রাজ্যে নিয়োগ নেই বললেই চলে। সুতরাং রাজ্যে শূন্য পদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে মোট ১৩,৪২১ টি শূন্যপদ রয়েছে। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবি এই শূন্যপদ আরোও বৃদ্ধি পাওয়া উচিত। 

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আরোও দাবি, মুখ্যমন্ত্রী ৫০ হাজার শূন্যপদের কথা বললেও সরকারীভাবে কেন শুধুমাত্র ১৩৪২১ টি পদের জন্য নিয়োগের কথা বলা হচ্ছে? অন্যদিকে একাংশের মত, রাজ্যের শিক্ষা দফতরের পরিসংখ্যান বলছে প্রায় ২০০০ এর অধিক স্কুলে একজন মাত্র শিক্ষক রয়েছে। ফলত পড়াশোনার মান ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকেছে।

আরো পড়ুন:- Upper primary TET2025

নওশাদ সিদ্দিকী বলেন, সরকার বুনিয়াদি শিক্ষার মান একেবারে শেষ করে দিয়েছে। হাজার হাজার প্রার্থী টেট পাস করে বসে আছে। নিয়োগ নেই। আশা করব মানবিকতার দিক থেকে ভেবে দীর্ঘ সাত আট বছর পর নিয়োগ হবে সুতরাং প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি বের করবে রাজ্য প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ