TMCP Foundation Day Mamata Benarjee: স্বাগতম ছাত্রযুব, সক্রিয় রাজনীতিতে যুবকদের আহ্বান মমতার, বার্তা দিলেন দলত্যাগীদেরও


 TMCP Foundation Day Mamata Benarjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো ভাষণ শেষ হবার পর থেকে মঞ্চের রাশ সামলান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্যের শুরুতে ভারত তথা বাংলার যুব সমাজকে রাজনীতির প্রাঙ্গণে আহ্বান জানান। তিনি বলেন, গত দুই দশকে রাজনীতিতে ছাত্র যুবকরা আর আসছে না। সক্রিয় রাজনীতিতে যুবকদের আহ্বান জানিয়ে তিনি মূল বক্তব্যে প্রবেশ করেন।

তিনি সরাসরি বিজেপির প্রতিহিংসা মূলক রাজনীতির বিরুদ্ধে সুর চড়ান। শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরনের ঘোর বিরোধিতা করেন।



আজ কেন্দ্রের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তুমি একটা ইডি দেখাবে।আমি হাজার হাজার কাগজ পাঠাব। দেখব তার পর কেস হয় কিনা। না হলে আমরাও আদালতে যাব। সবটাই তো ম্যানেজ করে রেখেছো।" মমতার অভিযোগ, কয়লা কাণ্ডে তৃণমূলের নাম টেনে আনলেও, এই মন্ত্রক কেন্দ্রের, বহু কেন্দ্রীয় নেতা মন্ত্রীই যোগাযোগ রেখেছেন কয়লা মাফিয়াদের সঙ্গে।

ভোটহিংসা নিয়ে মমতার সাফ প্রশ্ন, এখানে মানবাধিকার কমিশন আসছে, ত্রিপুরায় প্রতিদিন মারছে, কোনও কমিশন যাচ্ছে না কেন! আজও মমতা বললেন, কমিশনের যে ব্যক্তি রিপোর্ট দাখিল করেছেন তিনি বিজেপির সদস্য। মমতা স্পষ্ট বলছেন, "আমি অন্ধ নই। আমি প্রয়োজনে তৃণমূল কর্মীদেরও গ্রেফতারের নির্দেশ দিয়েছি। আপনি তদন্ত করুন। আপত্তি নেই৷ সব কটার চার্জশিট হয়ে গেছে। আমি সরকার চালালে আমি সরকারের সকলের। "

২০২১ নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে বলেন, কেন্দ্রীয় দিল্লির নেতারা যখন সৎ উপায়ে উন্নয়নের দোহাই দিয়ে রাজনীতির মঞ্চ পেরে ওঠে না তখন পিছন থেকে এজেন্সি লাগিয়ে দেয়। কাউকেই ভয় করি না। 



কিছু দিন আগের বিকাশ ভবনের সামনের ধুন্ধুমার নিয়ে মুখ না খুললেও জনগণের সামনে তৃণমূল সরকারের শিক্ষা বিষয়ে সাফল্য তুলে ধরেন। বলেন,১ লক্ষ ৩০ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। সাড়ে ছয় হাজার  অধ্যাপক নিয়োগ হয়েছে। বিজেপি কন্ঠরোধ করছে শিক্ষক, আমলা ও সোশ্যাল মিডিয়ার, এই কথা বলেই মমতার আহ্বান তৃণমূল ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে ছাত্রপরিষদের গুরুত্ব আরও বাড়াতে 

শেষের দিকে দলত্যাগী দের বার্তা দিয়েছেন,সঙ্গে এও মনে করিয়ে দেন, বহু জন ফিরে এসেছেন তাঁর পুরনো দলে প্রিয় দল টি এম সি পি তে। কারন তারা বুঝতে পেরেছেন এটাই তাদের আসল আশ্রয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ