TMCP Foundation Day Abhishek Benarjee : আজ তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা থেকে একপ্রকার বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্যে ত্রিপুরা প্রসঙ্গ আসবে এটা একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু অভিষেক একপ্রকার গর্জে উঠে বলেন, আগামী দেড় বছরের মধ্যে বিজেপির কাছ থেকে ত্রিপুরা ছিনিয়ে নেবেন তারা। প্রসঙ্গত উল্লেখ ২০২৩ সালে ত্রিপুরায় নির্বাচন আছে।
তিনি আরোও বলেন, "তৃণমূল যে রাজ্যে পা রাখবে তা বিজেপির থেকে ছিনিয়ে নিয়ে দেখাবে।" সরাসরি অমিত শাহের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা নিয়ে নতুন দ্বৈরথ শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে। সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক ইতিমধ্যেই ত্রিপুরায় গেছেন বহুবার। অভিষেক আরোও বলেন, 'শুধু ত্রিপুরা নয়, তৃণমূলের লক্ষ্য আরোও অনেক বড় ; আরোও অনেক দূর।'
তিনি বলেন, ত্রিপুরার মানুষকে আমি বলতে চাই আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত তৃণমূল আপনাদের সঙ্গে আছে, আপনাদের স্বার্থে লড়াই করবে। ওদের (বিজেপি) বুকের পাটা থাকলে তৃণমুলকে রুখে দেখাক। ওসব ইডি, সিবিআই এজেন্সির ভয় আমাদের দেখাবেন না। যত ভয় দেখানোর চেষ্টা করবেন ততই আমরা দৃঢ়প্রতিজ্ঞ হবো, অঙ্গিকার বদ্ধ হবো।
ত্রিপুরার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ত্রিপুরাতে দাদাগিরি, গুন্ডামির বদলে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য-সাথী শুরু হবে। "দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে।"
প্রসঙ্গত ত্রিপুরায় তৃণমূল সংগঠনের বিস্তার ও শক্তিবৃদ্ধি যে কতটা হয়েছে তাও বর্ননা করেন তিনি।
হুশিয়ারি দেন, আগরতলায় আজকের তৃণমূলের মিছিল দেখার জন্য। কোথা থেকে শুরু,কোথায় শেষ হয়েছে,তা টেরও পাবে না বিজেপি। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। গর্জনের সুরে বলেন,'যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখবেন,সেদিন ভূমিকম্প হবে।' সবে ত্রিপুরায় খেলা শুরু হয়েছে। এরপর বহু রাজ্যে খেলা শুরু হবেই। বিজেপি মুক্ত দেশ হবেই।
0 মন্তব্যসমূহ