সকাল থেকেই আকাশের মুখ ভার দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ উত্তরবঙ্গের বেশ ক'টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সেইসাথে দক্ষিণবঙ্গ 6 টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনার থাকছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur weather office)।
![]() |
আজকের আবহাওয়া |
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর।
আজ সকালের আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Office Update)। তবে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া অফিস জানাচ্ছি আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কি রকম কোনো পরিবর্তন হবে না আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর।
আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের 6 টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস কাছে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা থাকে। বাকি ঝারগ্রাম হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সেই রকম কোনো পরিবর্তন হবে না থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস।
কলকাতা এবং আশেপাশের এলাকা গুলির আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে। কলকাতাতে তেমন বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে।
0 মন্তব্যসমূহ