শান্তিপুরে ভূমিপুত্রকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক তৃণমূলের, শান্তিপুরের জয় নিয়ে বিস্ফোরক saayoni Ghosh

 শুক্রবার শান্তিপুর উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেয় তৃণমূল। প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। এই সময় তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ(saayoni Ghosh) বলেন, " তিনে তিন হয়েছে, এবার চারে চার হবে।" পরাজিত আসন জেতা নিয়েও আশাবাদী এবং যথেষ্ট কনফিডেন্ট তিনি। কিন্তু এই কিছু দিনের মধ্যে হঠাৎ কি এমন ম্যাজিক হলো, কী করে হারা আসন জিতবেন, তৃণমূলের প্রচার স্ট্রাটেজি কি! তা তিনি খোলসা করেননি। বলেন, এখন মোদি ম্যাজিক বলে আর কিছু নেই। এখন রাজ্যজুড়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চলছে। শান্তিপুরের মানুষ একবার ধোঁকা খেয়েছে। শান্তিপুরের মানুষ যাঁকে জিতিয়ে ছিলেন,তিনি নিজের স্বার্থের কথা ভেবে, সাংসদ পদের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। এবার শান্তিপুরের মানুষ বুঝেছেন, যদি কেউ তাঁদের পাশে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।




শান্তিপুরের প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী।ভূমিপুত্র ব্রজকিশোর গোস্বামী মনোয়ন জমা দিয়ে এলাকাবাসীর কাছে আশীর্বাদ চেয়েছেন। পুজো-অর্চনা নিয়ে থাকা ব্রজকিশোর গোস্বামীর হঠাৎ করে রাজনীতিতে পদার্পণ নিয়ে নানা জল্পনা শুরু হয়। কিন্তু এদিন তার জবাব দিয়ে তিনি বলেন," পূজার্চনা,ভগবান নিয়ে থাকলে রাজনীতিতে আসা যায় না, এটা বিশ্বাস করি না। ভগবান সেবার সঙ্গে সঙ্গে মানুষের সেবা করাও পরম ধর্ম।" আর তাছাড়া ভূমিপুত্র হবার কারনে শান্তিপুরের অভাব- অভিযোগ এবং কোন দিকে,কোন ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে তাও ভালো ভাবেই জানেন তিনি। জয়লাভ করলে ওখানে হাসপাতাল সহ অন্যান্য সমস্যার সমাধান দ্রুত করবেন বলে আশা জাগিয়েছেন।

শান্তিপুর ছাড়াও একই সঙ্গে আরোও দুই আসনে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবং খড়দহের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও মনোনয়ন জমা দেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। "খড়দহে এর আগেও তৃণমূল জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এখানে কাজের অগ্ৰগতি হয়েছে। উন্নয়ন হয়েছে। এবার সুযোগ পেলে আরোও দুই মূল সমস্যার সমাধান করবেন বলে কথা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় - " জমা জল" এর দ্রুত নিষ্কাশন এবং "ওভারব্রিজ।" ওভারব্রিজ খড়দহ বাসীর দীর্ঘদিনের দাবী।

অন্যদিকে সায়নী ঘোষ হুঙ্কারের সুরে বলেন, "এবার তো হবেই। ২০২৪-এও হবে। এবার শুধু ওরা (বিজেপি) যাবে, আমরা আসব। এখন শুধু ওদের চলে যাওয়ার পালা।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ