করোনা মহামারী আবহের মধ্যেই এবার দ্বিতীয় বারের মতো বাঙালির সর্বপ্রধান উৎসব দুর্গোৎসব পালন হচ্ছে। আজ অষ্টমীর শুভলগ্ন। আনন্দ উৎসবে বাঙালি জাতি মাতোয়ারা, শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের যে প্রান্তরেই বাঙালি রয়েছে সেখানেই দূর্গা পূজা হচ্ছে। আমেরিকা থেকে লন্ডন সব জায়গাতেই। তবে করোনার কারনে কড়াকড়ি প্রচুর। পশ্চিমবঙ্গেও করোনার কারণে কড়াকড়ি রয়েছে, কিন্তু সে সমস্ত বিধিনিষেধ উড়িয়ে মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভীড় জমছে তৃতীয়া থেকেই, বিশেষ করে কোলকাতা শহরে ভীড় একটু বেশিই। কিন্তু কোথাও ভিড়ের চাপে ব্যারিকেড ভাঙার উপক্রম, কোথাও রাতের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ক্লাব কমিটিগুলো এবং পুলিশকে আলো নেভানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদিও সাধারণ মানুষের অসচেতনতা, না কি পুলিশ-প্রশাসনের কড়াকড়ির অভাব— কী কারণে এই পরিস্থিতি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
গড়িয়াহাট, এভারগ্রিন, বালিগঞ্জ,দেশপ্রিয় পার্ক প্রভৃতি স্থানের পুজো মন্ডপগুলিতে ভীড় চোখে পড়ার মতো। দর্শনার্থীদের মতে, কখন কি সময় সরকার থেকে কড়াকড়ির নতুন নিয়ম শুরু হয়ে যায় তার চাইতে আগেভাগেই মন্ডপ দর্শন করে নেওয়া ভালো।
এরই মাঝে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ফের উর্ধমুখী। সোমবার আক্রান্ত ৬০০ এর পৌঁছে ছিল কিন্তু আবার আজ বেড়ে ৭০০ এর গন্ডি পার করেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে,রাজ্যে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৭৭ হাজার ৭১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭,৬৭২ জন। শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে(১০জন)। রাজ্যে সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে।
0 মন্তব্যসমূহ