West Bangal Weather Report Today: দেখতে দেখতে পুজোর সব কটা দিন পার হয়ে গেল। হাতে মাত্র আর একদিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এতদিন পর্যন্ত আবহাওয়া মোটামুটি ঠিকঠাক থাকলেও। দশমী থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর(Weather Office)। তো এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া খবর।
West Bangal Weather Report Today |
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
বৃহস্পতিবার বিকেলের দেওয়া আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। থাকবে আর্দ্রতা জনিত অসস্থি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবনতি
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কাল সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদনাপুর, হাওড়া, হুগলি, কলকাতা জেলায়। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উপরের এই জেলাগুলিতে। রবিবার দিন উপকূলের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা সেই রকম কোনো পরিবর্তন হবে না। থাকবে আর্দ্রতা জনিত অসুস্থি।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আজ এক্ষুণি দেয়া কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পরবর্তীতে বৃষ্টি আরো বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
0 মন্তব্যসমূহ