India Top 10 YouTube Channel 2023 in Bangali
ভারতের সবথেকে বড় ১০ টি ইউটিউব চ্যানেলের নাম কী?(Top 10 YouTube Channel on India in Bangali), এই প্রশ্নটি প্রায় প্রত্যেকেরই মনে কখনো না কখনো একবার হলেও এসেছে, আর এই প্রশ্নের উত্তর এতটাও সহজ নয়, কারণ প্রতিদিনই অবস্থান বদল করছে ইউটিউব চ্যানেল গুলি।
প্রিয় পাঠক এই পোষ্টের মাধ্যমে আপনি ভারতের ১০ টি বড় ইউটিউব চ্যানেলের নাম, চ্যানেলের মালিকের নাম, বর্তমান মোট সাবস্ক্রাইবার, মোট ভিউ এবং তাদের সংক্ষিপ্ত জীবনী জানতে পারবেন।
সাবস্ক্রাইব অনুযায়ী ভারতের প্রথম 10 টি বড় ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বর্তমান সময় অনুযায়ী পরপর 10 টি ইউটিউব চ্যানেল হলো-
1. Carry Minati
2.jkk Entertainment
3. Total Gaming
4. Ashish Chanchlani Vines
5. Rund 2 Hell
6. BB ki Vines
7. Techno Gaming
8. Mr. Indian Hacker
9. Amit Bhadana
10. Crazy xyz
11. Sandeep Maheshwari
12. Technical Guruji
পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ইউটিউব ব্যবহার করেন ভারতীয়রা।২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ৪৬৭ মিলিয়ন, অন্যদিকে দ্বিতীয় সবথেকে বড় ইউটিউব ব্যবহার কারি দেশটি হল আমেরিকা(২৪০ বিলিয়ান)। ভারতে মোট প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন মানুষ ইউটিউব ব্যবহার করেন।
ভারতে সবথেকে বড় দ্বিতীয় সোশ্যাল প্লাটফর্ম হল ইউটিউব, এখানে প্রতিদিন ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা এবং YouTube Creators সংখ্যা বাড়ছে সমান হারে। ভারতের জিডিপির একটি বড় অংশ ইউটিউব থেকে আসে।
আরো পড়ুন : পিরিয়ড মিস, প্রেগনেন্সি টেস্টের সঠিক সময়
1. Carry Minati
YouTube Channel | Carry Minati |
Really Name | অজয় নাগড় |
Date Of Birth | ১২ জুন ১৯৯৯ |
Age | ২৩ |
Channel Subscribe | ৩৫.১ মিলিয়ন |
Total View | ২৮৩০ মিলিয়ন |
2nd Channel | Carryislive |
2nd Channel Subscribe | ১০.৮ মিলিয়ন |
বর্তমানে ভারতের নম্বর ওয়ান ইউটিউবার হলেন Carry Minati যার আসল নাম অজয় নাগড় । তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৯ সালের ১২ জুন। বর্তমানে Carry Minati সাবস্ক্রাইব সংখ্যা হল ৩৫.১ মিলিয়ন, মোট ভিডিও সংখ্যা 178 টি। ২০১৪ সালে তিনি ইউটিউবে তার চ্যানেল খুলেন করেন। এই চ্যানেলটিতে তিনি ফানি ভিডিও আপলোড করেন, তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৫ সালের ২৮ জানুয়ারি বর্তমানে ইউটিউবে ওই ভিডিওটি ৩.১৭ মিলিয়ন মানুষ দেখেছেন। তার সবথেকে বেশি ভিউ হওয়া গানটি হল ‘YALGAR’ যেটি বর্তমানে ২৯ কোটি মানুষ দেখেছেন।
2. jkk Entertainment
YouTube Channel | Jkk Entertainment |
Really Name | শাফিক নত্যা |
Date Of Birth | ২৫ নভেম্বর ১৯৯১ |
Age | ৩১ |
Channel Subscribe | ৩৪.২ মিলিয়ন |
Total View | ১৪২২৬ মিলিয়ন |
2nd Channel | CHHOTU KI MASTI |
2nd Channel Subscribe | ১১.৪ মিলিয়ন |
বর্তমানে ভারতের সবথেকে বড় দ্বিতীয় ইউটিউব চ্যানেল টি হল Jkk Entertainment। যার আসল নাম শাফিক নত্যা, তিনি জন্মগ্রহণ করেন ১৯৯১ সালের ২৫ নভেম্বর। বর্তমানে Jkk Entertainment সাবস্ক্রাইভ সংখ্যা ৩৪.২ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ১৮৪ টি। ২০১৭ সালে তিনি ইউটিউবে চ্যানেল খুলেন। আর চ্যানেলে প্রথম ভিডিও আপলোড হয় ৩০ মার্চ ২০১৭ সালে, ওই ভিডিওটি বর্তমানে ১৯ মিলিয়ন মানুষ দেখেছেন। সবথেকে বেশি ভিউ হওয়া ভিডিও টি হল CHOTU DADA MACHLI WALA জিটি বর্তমানে ইউটিউবে মোট 40 কোটি বার দেখা হয়েছে।
আরো পড়ুন : Draupadi Murmu Age, Husband and full Biography in Bengali
3. Total Gaming
YouTube Channel | Total Gaming |
Really Name | অজয় |
Date Of Birth | ১৯৯৮ |
Age | ২৪ |
Channel Subscribe | ৩১.৭ মিলিয়ন |
Total View | ৫৬২২ মিলিয়ন |
2nd Channel | Ajjubhai Gaming |
2nd Channel Subscribe | ৬.৩৬ মিলিয়ন |
বর্তমানে ভারতের সবথেকে বড় তৃতীয় ইউটিউব চ্যানেল টি হল Total Gaming। যার আসল নাম অজয়, তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৮ সালে। বর্তমানে Total Gaming ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ৩১.৭ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ১৭ হাজার টি। ২০১৮ সালে তিনি ইউটিউবে চ্যানেল খোলার, এবং এই চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৮ সালের ২ ডিসেম্বর, এই ভিডিওটি বর্তমানে ২৭ লক্ষ বার দেখা হয়েছে ইউটিউবে।
4. Ashish Chanchlani Vines
YouTube Channel | Ashish Chanchlani Vines |
Really Name | Ashish Chanchlani |
Date Of Birth | ৭ নভেম্বর ১৯৯৩ |
Age | ২৯ |
Channel Subscribe | ২৭.৯ মিলিয়ন |
Total View | ৩৮৬৫ মিলিয়ন |
2nd Channel | - |
2nd Channel Subscribe |
বর্তমানে ভারতের সবথেকে বড় চতুর্থ ইউটিউব চ্যানেল টি হল Ashish Chanchlani Vines। যার আসল নাম আশিষ চাঞ্চলানি , তিনি জন্মগ্রহণ করেন ৭ নভেম্বর ১৯৯৩ সালে।বর্তমানে Ashish Chanchlani Vines ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ২৭.৯ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ১৪৭ টি। ২০০৯ সালে তিনি ইউটিউবে চ্যানেল খোলার, এবং এই চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৪ সালের ৮ ডিসেম্বর, এই ভিডিওটি বর্তমানে ১১.৭ মিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
5. Rund 2 Hell
YouTube Channel | Rund 2 Hell |
Really Name | Nazim Ahmed, Zayn Saifa And Wasim Ahmed |
Date Of Birth | - |
Age | - |
Channel Subscribe | ২৫.৫ মিলিয়ন |
Total View | ২৭০১ মিলিয়ন |
2nd Channel | Rund2hell Vlog |
2nd Channel Subscribe | ২.৪৮ মিলিয়ন |
বর্তমানে ভারতের সবথেকে বড় পঞ্চম ইউটিউব চ্যানেল টি হল Rund 2 Hell। এই চ্যানেলটি বানিয়েছিলেন Nazim Ahmed, Zayn Saifa And Wasim Ahmed এই তিন জন মিলে। বর্তমানে Rund 2 Hell ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ২৫.৫ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ৬৭ টি। ২০১৬ সালে তারা তিনজন মিলে ইউটিউবে চ্যানেল খোলেন, এবং এই চ্যানেলে তারা প্রথম ভিডিও আপলোড করেন ২০১৬ সালের ৬ নভেম্বর। এই ভিডিওটি বর্তমানে ৭.৭ মিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
6. BB ki Vines
YouTube Channel | BB ki Vines |
Really Name | ভুবন বাম |
Date Of Birth | ২২ জানুয়ারী ১৯৯৪ |
Age | ২৮ |
Channel Subscribe | ২৫.৩ মিলিয়ন |
Total View | ৪২২৯ মিলিয়ন |
2nd Channel | BB ki Vines Production |
2nd Channel Subscribe | ৬.৩২ লাখ |
বর্তমানে ভারতের সবথেকে বড় ষষ্ঠ ইউটিউব চ্যানেল টি হল BB ki Vines। যার আসল নাম ভুবন বাম , তিনি জন্মগ্রহণ করেন ২২ শে জানুয়ারি ১৯৯৪ সালে। বর্তমানে BB ki Vines ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ২৫.৩ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ১৮৪ টি। ২০১৫ সালে তিনি ইউটিউবে চ্যানেল খোলার, এবং এই চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৫ সালের ২০ জানুয়ারী, এই ভিডিওটি বর্তমানে ৯ মিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
7. Techno Gaming
YouTube Channel | Techno Gaming |
Really Name | উজ্জ্বল চৌরাসিয়া |
Date Of Birth | ১২ জানুয়ারী ২০০২ |
Age | ২০ |
Channel Subscribe | ২৫.২ মিলিয়ন |
Total View | ৬০৯৮ মিলিয়ন |
2nd Channel | Ujjwal |
2nd Channel Subscribe | ৭.৪ মিলিয়ন |
বর্তমানে ভারতের সবথেকে বড় সপ্তম ইউটিউব চ্যানেল টি হল Techno Gaming। যার আসল নাম উজ্জ্বল চৌরাসিয়া, তিনি জন্মগ্রহণ করেন ১২ জানুয়ারি ২০০২ সালে। বর্তমানে Techno Gaming ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ২৫.২ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ৭৯৬ টি। ২০১৭ সালে তিনি ইউটিউবে চ্যানেল খোলার, এবং এই চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৭ সালের ৩০ অক্টোবর, এই ভিডিওটি বর্তমানে ১.৯ মিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
8. Mr. Indian Hacker
YouTube Channel | Mr. Indian Hacker |
Really Name | দিলরাজ সিং রাওয়াত |
Date Of Birth | ১ অক্টোবর ২০৯৪ |
Age | ২৮ |
Channel Subscribe | ২৪.৩ মিলিয়ন |
Total View | ৪১২৫ মিলিয়ন |
2nd Channel | DILRAJ SINGH |
2nd Channel Subscribe | 2.5 মিলিয়ন |
বর্তমানে ভারতের সবথেকে বড় অষ্টম ইউটিউব চ্যানেল টি হল Mr. Indian Hacker। যার আসল নাম দিলরাজ সিং রাওয়াত, তিনি জন্মগ্রহণ করেন ১ অক্টোবর ২০৯৪ সালে। বর্তমানে Mr. Indian Hacker ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ২৪.৩ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ৭৮৭ টি। ২০১২ সালে তিনি ইউটিউবে চ্যানেল খোলার, এবং এই চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৭ সালের ২৪ জানুয়ারি, এই ভিডিওটি বর্তমানে ২.৩ মিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
9. Amit Bhadana
YouTube Channel | Amit Bhadana |
Really Name | অমিত ভাদানা |
Date Of Birth | ৭ সেপ্টেম্বর ২০৯৪ |
Age | ২৮ |
Channel Subscribe | ২৩.৯ মিলিয়ন |
Total View | ২১৯০ মিলিয়ন |
2nd Channel | Amit Bhadana Dwitiy |
2nd Channel Subscribe | ৪.৪২ লাখ |
বর্তমানে ভারতের সবথেকে বড় নমম ইউটিউব চ্যানেল টি হল Amit Bhadana। চ্যানেলটি ওনার হলেন অমিত ভাদানা, তিনি জন্মগ্রহণ করেন ৭ সেপ্টেম্বর ২০৯৪ সালে। বর্তমানে Amit Bhadana ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ২৩.৯ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ৯১ টি। ২০১২ সালে তিনি ইউটিউবে চ্যানেল খোলার, এবং এই চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৭ সালের ১ মার্চ, এই ভিডিওটি বর্তমানে ৫.৪ মিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
10. Crazy xyz
YouTube Channel | Crazy xyz |
Really Name | অমিত শর্মা |
Date Of Birth | ১১ সেপ্টেম্বর ২০০০ |
Age | ২২ |
Channel Subscribe | ২০ মিলিয়ন |
Total View | ৫১৪৯ মিলিয়ন |
2nd Channel | THE INDIAN UNBOXER |
2nd Channel Subscribe | ৩.৫ মিলিয়ন |
বর্তমানে ভারতের সবথেকে বড় দশ নম্বর ইউটিউব চ্যানেল টি হল Crazy xyz। যার আসল নাম অমিত শর্মা, তিনি জন্মগ্রহণ করেন ১১ সেপ্টেম্বর ২০০০ সালে। বর্তমানে Crazy xyz ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ২০ মিলিয়ন, আর মোট ভিডিও সংখ্যা ১০১৭ টি। ২০১৭ সালে তিনি ইউটিউবে চ্যানেল খোলার, এবং এই চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর, এই ভিডিওটি বর্তমানে ৩.৪ মিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
FAQ
1. ভারতের সবথেকে বড় ১০ ইউটিউবার এর নাম কী?
1. Carry Minati
2.jkk Entertainment
3. Total Gaming
4. Ashish Chanchlani Vines
5. Rund 2 Hell
6. BB ki Vines
7. Techno Gaming
8. Mr. Indian Hacker
9. Amit Bhadana
10. Crazy xyz
2. ভারতের সবথেকে বড় ইউটিউবার এর নাম কী?
Carry Minati
3. ক্যারি মিনতি আসল নাম কী?
অজয় নাগড়
4. ইউটিউব কোম্পানি CEO এর নাম কী?
সুসান ওজস্কি।
5. কত সালে কোথায় ইউটিউব প্রতিষ্টিত হয়।
১৪ ফেব্রুয়ারি 2005, সালমা টিও ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
0 মন্তব্যসমূহ