২০২৩ ও ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ(2023 Cricket World Cup 2023 Time, Date): বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কথা উঠলে সবার আগে যে প্রশ্নটি উঠে 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2027 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে? ভারত কতবার বিশ্বকাপ জয় করেছে।
প্রিয় পাঠক এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন, 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হতে চলেছে, 2027 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হতে চলেছে, 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কততম বিশ্বকাপ, আজ পর্যন্ত হয়ে যাওয়া প্রতিটি বিশ্বকাপ এর সংক্ষিপ্ত বিবরণ, কোন দেশ কতবার বিশ্বকাপ জয় করেছে অর্থাৎ এই পোষ্টের মাধ্যমে আপনি বিশ্বকাপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে (2023 Cricket World Cup Time & Date)
পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ ২০২৩ সালের বিশ্বকাপ কোথায় হবে কখন হবে সবটাই জেনে নেওয়া যাক। ২০২৩ সালের বিশ্বকাপটি হতে চলেছে ১৩ তম। বিশ্বকাপ এলেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা আরো কয়েকগুণ বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আপনি জানতে পারবেন ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হতে চলেছে।
আরো পড়ুন:-সাঁইখোম মীরাবাঈ চানুর সম্পূর্ণ জীবনী
২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে (2023 Cricket World Cup Time & Date)
২০১৭ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে? এই প্রশ্নের উত্তর অনেকক্ষণ ধরেই হয়ত খুঁজছেন আপনি। আপনার উত্তরটি হলো ২০২৭ বিশ্বকাপ আয়োজন করবে নামিবিয়া, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এই তিন দেশ এত বড় আসরের আয়োজন করতে চলেছে ২০২৭ সালে। ২০২৭ সালের বিশ্বকাপ টি হতে চলেছে ১৪ তম বিশ্বকাপের আসর।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে (2023 Cricket World Cup Time & Date)
পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৩ সালে ভারতের বিভিন্ন গ্রাউন্ডে বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপটি হতে চলেছে বিশ্বকাপের ১৩ তম আসর।
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাস (History of the Cricket World Cup)
"বিশ্বকাপ ক্রিকেট" কথাটি শুনলেই ক্রিকেট প্রেমীদের মনে জেগে ওঠে কয়েকটি ঘটনার কল্পনা চিত্র। ইংল্যান্ডের মাঠে বিশ্বকাপ শুরুর সুন্দর দৃশ্য। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পারফরম্যান্স। প্রুডেন্সিয়াল কাপ জয়। ১৯৮৩ সালে ভারতের সাফল্য। কপিল দেবের বিখ্যাত নটরাজ শর্ট। ফাইনালে লালা অমরনাথের স্কোর। কপিল দেবের বিখ্যাত ক্যাচ। অস্ট্রেলিয়ার ট্রফি জয়। অস্ট্রেলিয়ার ব্যাটে বলে ফিল্ডিংয়ে অসামান্য পারফরম্যান্স। শচীন তেন্ডুলকরের সেঞ্চুরি। বিরাট কোহলির কভার ড্রাইভ, মহেন্দ্র সিং ধোনির বিশাল ছক্কা,যুবরাজের ধারাবাহিকতা সে হাজার জীবনের হাজারো কাহিনী, সর্বোপরি বিতর্কও রয়েছে শেষতম ২০১৯ আইসিসি বিশ্বকাপের ফাইনাল জয় নিয়ে।
এর মাঝেও বিশ্বকাপের আসর বসলে ক্রিকেট প্রেমীরা আবেগে ভেসে ওঠেন।
আমাদের আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া হবে বিশ্বকাপের খুঁটিনাটি অতীত থেকে ভবিষ্যত।
ক্রিকেট বিশ্বকাপ একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। প্রতি চার বছর পরপর খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রাথমিক বাছাইপর্ব শেষে দলগুলো চূড়ান্ত পর্বে অংশ নেয়। টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম।
১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপ (1975 Cricket World Cup Time & Date)
১৯৭৫ সালে ইংল্যান্ডে উদ্বোধনী ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ৭ই জুন টুর্নামেন্ট শুরু হয়। প্রথম তিনটি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রুডেনশিয়াল কাপ নামে পরিচিতি পায়। ম্যাচে প্রতি দল ছয় বলে ৬০ ওভার করে ব্যাটিং লাভের সুযোগ পায়। সাদা পোশাকে ও লাল বলে দিনের বেলা খেলা অনুষ্ঠিত হত। প্রথম টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। দল গুলো হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকার একটি যৌথ দল।্যবর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় তারা বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। ১৯৭৫ সালে বিশ্বকাপ ফাইনালের সময় ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেড্রিক্স প্রথম ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে হিট-উইকেটে আউট হন।
১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপ (1979 Cricket World Cup Time & Date)
১৯৭৯ সালে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়। শ্রীলঙ্কা ও কানাডার জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৯২ রানে পরাজিত করে টানা দ্বিতীয় বিশ্বকাপ টুর্নামেন্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর আইসিসি প্রতি চার বছর পরপর বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা করে।
১৯৮৩ ও ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপ (1983 & 1987 Cricket World Cup Time & Date)
প্রথম তিনটি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। ১৯৮৭ সালের বিশ্বকাপ থেকে একটি অনানুষ্ঠানিক ঘূর্ণন ব্যবস্থার অধীনে বিভিন্ন দেশের মধ্যে আয়োজক নির্বাচন করা হয়েছে। এ পর্যন্ত আইসিসির চৌদ্দটি সদস্য দেশ এ প্রতিযোগিতার অন্তত একটি ম্যাচ আয়োজন করেছে।
১৯৮৩ সালে ইংল্যান্ড তৃতীয় বারের জন্য বিশ্বকাপের আয়োজন করে। এই বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত কপিল দেব নিখাঞ্জ এর অধিনায়কত্বে এই সাফল্য অর্জন করে। ফাইনালে ৪৬ রান করার জন্য ম্যান অব দ্য ম্যাচ হন মাহিন্দর অমরনাথ।
প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে ভারত ও পাকিস্তানে যৌথভাবে ১৯৮৭ সালের বিশ্বকাপ আয়োজন করা হয়। ইংল্যান্ডের তুলনায় ভারতীয় উপমহাদেশে দিবা ভাগের দৈর্ঘ্য কম হওয়ায় আলোকস্বল্পতার কারণে খেলায় প্রতি ইনিংসে দলগুলো ৬০-এর বদলে ৫০ ওভার ব্যাট করার সুযোগ পায়। অস্ট্রেলিয়া ফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে পরাজিত করে বিশ্বকাপ জিতে।
১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ (1992 Cricket World Cup Time & Date)
পরবর্তী ১৯৯২ বিশ্বকাপে রঙিন পোশাকে খেলা শুরু হয়। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পায়। পাকিস্তান টুর্নামেন্টের হতাশাজনক শুরুর পরেও শেষ পর্যন্ত ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। ক্যাপ্টেন ছিলেন ইমরান খান।
১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ (1996 Cricket World Cup Time & Date)
১৯৯৬ সালে দ্বিতীয়বারের জন্য ভারতীয় উপমহাদেশে বিশ্বকাপের আসর বসে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা দল ইডেন গার্ডেন্সে ভালো পারফরম্যান্স দেয় এবং পরে একটু বিতর্কজনিত কারণে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়। লাহোরে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে সাত উইকেটে পরাজিত করে প্রথম বার বিশ্বকাপ পায়।
১৯৯৯,২০০৩ এবং ২০০৭ এই তিন বিশ্বকাপের আসরে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দুর্ধর্ষ ক্যাঙারু বাহিনী সহজেই বিশ্বকাপ জয় করে।
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ (2011 Cricket World Cup Time & Date)
২০১১ সালে ভারতীয় উপমহাদেশে সংগঠিত বিশ্বকাপের আসরে ভারত দ্বিতীয় বারের জন্য ফাইনাল ট্রফি লাভ করতে পারে। তৎকালীন যথেষ্ট শক্তিশালী শ্রীলঙ্কা দলের বিপক্ষে ফাইনালে বিশাল রান তাড়া করতে নেমে ওপেনার গৌতম গম্ভীরের ৯৭ রান এবং মহেন্দ্র সিং ধোনির ৯১ রানের সৌজন্যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের জয়জয়কার হয়।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ (2015 Cricket World Cup Time & Date)
২০১৫ বিশ্বকাপ অস্ট্রেলিয়া মহাদেশে অনুষ্ঠিত হয়। ওশিয়ানিয়ার দুই ক্রিকেট খেলীয় দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ফাইনালে মুখোমুখি হয়। নিউজিল্যান্ডের ফর্মে থাকা দুর্ধর্ষ ওপেনার ব্রান্ডন ম্যাককুলামের আউটের পর নিউজিল্যান্ড বেশি বড় স্কোর করতে পারেনি। অস্ট্রেলিয়া পঞ্চম বারের জন্য বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় ২০১৫ তে।
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ (2019 Cricket World Cup Time & Date)
২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দলই পূর্বে বহুবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি কখনও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুপার ওভারের পর যখন স্কোর লেভেল থাকে তখন নিরুপায় অথরিটি বেশি বাউন্ডারির ভিত্তিতে ইংল্যান্ড কে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। এই নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টিও হয়েছিল পরে।
২০২৩ ও ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে (2023 and 2027 Cricket World Cup): FAQ
1. 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
2023 সালের ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।
2. ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে।
২০২৭ বিশ্বকাপ আয়োজন করবে নামিবিয়া, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এই তিন দেশ এত বড় আসরের আয়োজন করতে চলেছে।
3. কোন দেশে কত সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ?
১৯৭৫ সালে ইংল্যান্ডে উদ্বোধনী ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ৭ই জুন টুর্নামেন্ট শুরু হয়। প্রথম তিনটি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রুডেনশিয়াল কাপ নামে পরিচিতি পায়।
4. ভারত কতবার ক্রিকেট বিশ্বকাপ জয় করে?
ভারত দুইবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেন। ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জয় করে ভারত।
5. কোন দেশ কতবার বিশ্বকাপ জয় করে।
ওয়েস্ট ইন্ডিজ - ২ বার (১৯৭৫ এবং ১৯৭৯)
ভারত - ২ বার ( ১৯৮৩ এবং ২০১১)
অস্ট্রেলিয়া - ৫ বার ( ১৯৮৭ , ২০০৩, ২০০৭ এবং ২০১৫ )
পাকিস্তান - ১ বার (১৯৯২)
শ্রীলংকা - ১ বার (১৯৯৩)
ইংল্যান্ড - ১ বার (২০১৯)
6. 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কততম বিশ্বকাপ।
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ হল ১৩ তম ক্রিকেট বিশ্বকাপ।
7. ক্রিকেট বিশ্বকাপ শুরুতে কি নামে পরিচিত ছিল।
১৯৭৫ সালের ৭ই জুন টুর্নামেন্ট শুরু হয়। প্রথম তিনটি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রুডেনশিয়াল কাপ নামে পরিচিতি পায়। ম্যাচে প্রতি দল ছয় বলে ৬০ ওভার করে ব্যাটিং লাভের সুযোগ পায়। সাদা পোশাকে ও লাল বলে দিনের বেলা খেলা অনুষ্ঠিত হত। প্রথম টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। দল গুলো হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকার একটি যৌথ দল।
8. ক্রিকেট বিশ্বকাপের শুরুতে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল এবং কি কি।
ক্রিকেট বিশ্বকাপের প্রথম টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। দল গুলো হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকার একটি যৌথ দল।
9. কোন দেশ সব থেকে বেশি ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে।
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়া সবথেকে বেশি বিশ্বকাপ জয় করেছে। মোট ৫ বার ( ১৯৮৭ , ২০০৩, ২০০৭ এবং ২০১৫ )
10. ১৯৮৩ এবং ২০১১ সালে ভারতীয় দলের অধিনায়ক কে কে ছিলেন।
১৯৮৩ সালে অধিনায়ক ছিলেন কপিল দেব এবং ২০১১ সালে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
0 মন্তব্যসমূহ