৭৫ তম স্বাধীনতা দিবসে স্বরাষ্ট্র মন্ত্রকের পদকের তালিকা
দেশের বিভিন্ন তদন্তের ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ পরিষেবা পদকের জন্য এদিন বৃহস্পতিবার ১৫১ পুলিশকর্মীর নাম ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের আট জন পুলিশকর্মী।
এই তালিকায় একেবারে শীর্ষস্থানে রয়েছে সিবিআই। আগামী ১৫ আগস্ট সিবিআইয়ের ১৫ জন কর্মকর্তাকে তাদের গর্বিত কর্মকাণ্ডের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পদক দিয়ে সম্মাননা জানানো হবে। এই তালিকায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র পুলিশের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা। পরবর্তী স্থানগুলোতে রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ১০ জন করে পুলিশ কর্মকর্তা। এই তালিকায় রাজস্থান, কেরালা এবং পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জন করে পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়াও ঘোষিত ১৫১ জনের তালিকায় মোট ২৮ জন মহিলা পুলিশ কর্মী রয়েছেন, যারা তাদের অসামান্য কাজের জন্য স্বাধীনতা দিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক পাচ্ছেন।
প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পুলিশ পদক এবং স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক দিয়ে সম্মানিত করা হয় পুলিশকর্মীদের। এই তালিকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসারগণ ছাড়াও প্রতিটি রাজ্যের ইন্ডিভিজুয়াল অফিসারগণ যুক্ত হন এবং পুরস্কৃত হন।
0 মন্তব্যসমূহ