Weather Update Today Bangali: আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
আজকের আবহাওয়ার খবর (Weather Report Today Bangali)
ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে, তার ফলে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী দুই দিন এমনই পরিস্থিতি বজায় থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক। তবে সোমবার থেকে ফেল রোদ ঝলমলে আকাশ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উপকূলবর্তী বিভাগগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হওয়া বুঝতে পারে।বঙ্গোপসাগরে নিম্নচাপ(Low Pressure)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেলে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গে জেলাগুলিতে। নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ উত্তাল থাকবে সমুদ্র। সেই সঙ্গে পর্যটকদের সোমবার পর্যন্ত সমুদ্রে মামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরো পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শুরু ভারী বৃষ্টি
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর ( North Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে। বাকি আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৫ ই আগস্ট সোমবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোন পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bengal Weather Update)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, ঝারগ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলে। তবে ১৫ ই আগস্ট অর্থাৎ সোমবার বৃষ্টির তীব্রতা কমবে বজ্রবিদ্যুৎ হয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে আগামী কয়েক দিন আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report Today)
সকাল থেকেই আকাশ মেঘলা শহর কলকাতায়। বৃষ্টি হচ্ছে ঝিরঝিরিয়ে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শহরের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
0 মন্তব্যসমূহ