Weather Update Today: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আবারও একটি নিম্নচাপ, আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি, কালিংপং এর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৫ আগস্ট সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবারের পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। সেই সঙ্গে আগামী কয়েকদিন আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই।
আরো পড়ুন: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে শুরু ভারী বৃষ্টি
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather)
আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দফতারে পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোন জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার, তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হওয়া বুঝতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৫ আগস্ট সোমবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বলতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছি আগামী কয়েকদিন আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হবে না।
আরো পড়ুন: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের স্থান এবং পদক তালিকা দেখে নিন
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকার আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকে। আজ শহর কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আসে পাশে।
0 মন্তব্যসমূহ