Cyclone Sitrang Update: ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কথায় কথায় ঝড় বৃষ্টি! ঘূর্ণিঝড়ে এখন কোথায় অবস্থান করছেন?

Cyclone Sitrang Update: ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আর জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। ঘূর্ণিঝড় সিতরাং পোল্টা ব্লেয়ার থেকে ৫৮০ কিমি উত্তর উত্তর-পশ্চিমে এবং সাগরদ্বীপ থেকে ৭০০ কিমি দক্ষিনে অবস্থান করছি।





ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং, ইতিমধ্যেই উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আজ গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত এবং ২৪ অক্টোবর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই সময় তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এর কাছাকাছি। ২৫ অক্টোবর নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া।

ঘূর্ণিঝড় সিতরাং এখন কোথায়?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে ঘূর্ণিঝড় সিতরাং পোল্টা ব্লেয়ার থেকে ৫৮০ কিমি উত্তর উত্তর-পশ্চিমে এবং সাগরদ্বীপ থেকে ৭০০ কিমি দক্ষিনে অতীগভী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এবং বাংলাদেশের বরিশাল থেকে ৪৩০ কিমি উত্তরে অবস্থান করছে।


ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সতর্কতা
ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে।

পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগণায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি কলকাতা, হাওড়া, হুগল, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি সব কটি জেলাতে হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাব।


ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হওয়ার সতর্কতা
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ঘূর্ণিঝড় যখন উপকূলে ল্যান্ডফল হবে তখন তার গতিবেগ থাকতে পারে এক ঘন্টায় ১১০ কিমির কাছাকাছি। এছাড়া ২৪ তারিখ পূর্ব মেদিনীপুর জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হওয়া বুঝতে পারে। বাকি উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড়ো হওয়া বলতে পারে।

২৫ তারিখ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগণায় ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ো খাওয়া যেতে পারে। পূর্ব মেদিনীপুর ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া বলতে পারে। বাকি সব কটি জেলাতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হওয়া পেতে পারি।


আবহাওয়া দপ্তরের সতর্কতা
আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা-বার্তা জারি করে বলা হয়েছে মৎস্যজীবীরা ২৩ তারিখের পর থেকে সমুদ্রে যেন না যান, উপকূলবর্তী পরোটক স্থান গুলি বন্ধ রাখা নির্দেশ দেয়া হয়েছে। আগামী দুই দিন সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ