শিবরাত্রি সময়সূচী 2023 | মহা শিবরাত্রি ২০২৩ কবে, জানুন তারিখ ও সময়
Maha Shivaratri 2023: আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই মহাশিবরাত্রি উৎসব অনুষ্ঠিত হবে। কবে মহা শিবরাত্রি 2023? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই, কেননা শিবরাত্রির দিন লাখো লাখো ভক্ত শিবের আরাধনা করে থাকেন। সাধারণত ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। হিন্দু ধর্মের এই উৎসবটিকে সবথেকে বড় উৎসব বলে মনে করা হয়। চলতি বছর অর্থাৎ শিবরাত্রি ২০২৩ সময়সূচী অনুযায়ী এটি অনুষ্ঠিত হবে ১৮ ই ফেব্রুয়ারি এবং বাংলা ক্যালেন্ডার অনুযায় শিব চতুর্দশী পড়েছে ৫ ই ফাল্গুন ১৪২৯। চলুন এবার এক নজরে দেখে নেয়া যাক শিবরাত্রি ২০২৩ সময়সূচী ও প্রহর পূজা।
২০২৩ সালের মহা শিবরাত্রি তিথি ও শুভক্ষণ
প্রিয় পাঠক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন মহা শিবরাত্রি ২০২৩ এর সম্পূর্ণ সময় সূচি, নিশিত কাল পূজোর সময়সূচী সহ শিব চতুর্দশীর তিথির সময়সূচী। এছাড়াও জানতে পারবেন শিবরাত্রির দিন আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না।
শিবরাত্রি সময়সূচী 2023(Maha Shivaratri 2023 Time And Date)
মহা শিবরাত্রি উৎসবটি ২০২৩ সালে পালিত হবে ১৮ ই ফেব্রুয়ারি (বাংলায় ৫ ই ফাল্গুন ১৪২৯)। শিবরাত্রি তিথি শুরু ১৮ই ফেব্রুয়ারি ( ৫ ই ফাল্গুন) শনিবার রাত্রি ৮ টা ২ মিনিটে (8:02 PM)। শিবরাত্রি তিথি শেষ ১৯ শে ফেব্রুয়ারি (৬ ই ফাগুন) রবিবার বিকেল ৪ টা 18 মিনিটে (4:18 Pm)।
শিব চতুর্দশী ২০২৩ এর নিশিতকাল তিথি শুরু ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) রাত্রি ১১:২৫ মিনিটে। নিশিতকাল তিথির শেষ ১৯ শে ফেব্রুয়ারি(৬ ই ফাগুন) রাত ১২:১৫ মিনিটে।
শিব চতুর্দশী প্রহর পূজার সম্পূর্ণ সময়সূচী
- প্রথম প্রহর :- ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) সন্ধ্যা ০৫:৩৫ মিনিট থেকে শুরু এবং শেষ রাত্রি ৮ টা ৪২ মিনিটে।
- দ্বিতীয় প্রহর:- ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) রাত্রি ০৮:৪২ মিনিট থেকে রাত্রি ১১:৫০ মিনিট পর্যন্ত।
- তৃতীয় প্রহর:- ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) রাত্রি ১১:৫০ মিনিট থেকে ১৯ শে ফেব্রুয়ারি(৬ ই ফাগুন) ভোর ০২:৫০ মিনিট পর্যন্ত।
- চতুর্থ প্রহর:- ১৯ শে ফেব্রুয়ারি(৬ ই ফাগুন) ভোর ০২:৫০ মিনিট থেকে সকাল ০৬:০৬ মিনিট পর্যন্ত।
মহা শিবরাত্রিতে কোন কোন ফুল লাগে
দেবাদিদেব মহাদেব ভোলেনাথ বেল পাতাতেই বেশি সন্তুষ্ট হন, তবে শিব পুজোতে বেল পাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল ব্যবহার করা হয়।
আরো পড়ুন:- সরস্বতী পুজো 2024 কবে
শিবরাত্রি সময়সূচী 2023 | মহা শিবরাত্রি ২০২৩ কবে, জানুন তারিখ ও সময় FAQ
Question 1. শিবরাত্রি কি বার?
শিবরাত্রি ২০২৩ পুজো শনিবার শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে রবিবার।
Question 2. শিবরাত্রি কত তারিখে?
১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাল্গুন) শনিবার পড়েছে শিবরাত্রি ২০২৩।
Question 3. ২০২৩ সালের শিবরাত্রি কবে?
২০২৩ সালের শিবরাত্রি শুরু হচ্ছে ১৮ই ফেব্রুয়ারি শনিবার এবং শেষ হচ্ছে ১৯ শে ফেব্রুয়ারি রবিবার।
Question 4. শিবরাত্রি কেনো পালন করা হয়?
এই দিন লক্ষ লক্ষ শিবের ভক্তরা শিবের আরাধনা করেন।
Question 5. শিবরাত্রি তে কোন কোন ফুল লাগে?
বেল পাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল ব্যবহার করা হয়।
Question 6. চতুর্দশী ফাল্গুন মাসের কত তারিখে?
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৫ ই ফাল্গুন ১৪২৯ শনিবার শিবরাত্রি।
Question 7. শিব ঠাকুরের পিতার নাম কি?
বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের বাবা হলেন ব্রহ্মা।
Question 8. শিবরাত্রি চার প্রহারের মন্ত্র?
- প্রথম পহর:- ওঁ হৌ ঈশানায় নমঃ।
- দ্বিতীয় প্রহর:- ওঁ জৌং অঘোরায় নমঃ।
- তৃতীয় প্রহর:- ওঁ হৌ বামদেবায় নমঃ।
- চতুর্থ প্রহর:- ওঁ হ্রাং সদ্যজাতায় নমঃ।
Question 9. শিবকে কয়টি নামে ডাকা হয়ে থাকে?
দেবাদিদে শিব বিভিন্ন নামে পরিচিত আমাদের কাছে মহেশ্বর, শঙ্কর, ভোলানাথ, নীলকন্ঠ, রুদ্র, মহাদেব ইত্যাদি।
Question 10. শিবের স্ত্রীর নাম কি?
পার্বতী।
0 মন্তব্যসমূহ