কুম্ভ বাৎসরিক রাশিফল ২০২৪|কুম্ভ রাশির ভবিষ্যৎ বাণী ২০২৪
কুম্ভ রাশির রাশিফল ২০২৪(Kumbh Horoscope 2024) অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে। আপনার গ্রহের অধিপতি শনি মহারাজ, আর সেই শনি মহারাজি বছরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রথম ভাগে বিরাজমান হবেন। এটি আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে। আপনি কাজে অনেকটাই মন দিতে পারবেন, কাজের প্রতি দৃঢ়তা হবেন, সফলতা আপনাকে ধরা দিতে বাধ্য হবে। আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো মজবুত হবে।
কুম্ভ রাশির ভবিষ্যৎবাণী ২০২৪(Kumbh Rashifol 2024) অনুযায়ী বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশির বাৎসরিক রাশিফল ২০২৪ অনুযায়ী রাহু এবং কেতু সারা বছরই আপনার দ্বিতীয় এবং অষ্টম ভাগে থাকার কারণে আপনার স্বাস্থ্যের কিছুটা সমস্যা তৈরি করবে তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। উল্টো পাল্টা ভোজন আর ভেবেচিন্তে না খেলে সমস্যার সম্মুখীন হবেন।
কুম্ভ রাশির রাশিফল ২০২৪(Kumbh Horoscope 2024) অনুযায়ী আপনাকে জানুয়ারি মাসটি অত্যন্ত সতর্ক থাকতে হবে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে কাটবে আপনার বছরে প্রথম মাসটি তারপর থেকেই আপনার হাতে ধরা দিবে সফলতা, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে আপনার উত্থান পতন কেমন হতে চলেছে কতটা সুখী থাকতে পারবেন এই বছর, শিক্ষা, ব্যবসায় উন্নতি ও অবনতি, আর্থিকভাবে কতটা সচ্ছল হতে চলেছে কুম্ভ রাশির ২০২৪ সবটাই জানতে পারবেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।
- কুম্ভ বাৎসরিক রাশিফল ২০২৪
কুম্ভ রাশির রাশিফল ২০২৪ অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই রাশির জাতক/জাতিকাদের জীবনে
রাশির নাম | কুম্ভ |
রাশির অধিপতি | শনি |
শুভ সংখ্যা | ৬,৪ |
শুভ দিক | দক্ষিণ |
শুভ রত্ন | ইন্দ্রনীল |
বন্ধু রাশি | --- |
- কুম্ভ রাশির ক্যারিয়ার রাশিফল 2024
কুম্ভ রাশির ক্যারিয়ার রাশিফল ২০২৪(Kumbh Rashifol 2024) অনুসারে বছরটি অত্যন্ত ভালই হতে চলেছে। বেশ কিছু দিক থেকে আপনি সফলতা পেতে চলেছেন। গত কয়েক বছরের বারে বারে বিফলতার হাত থেকে এবার আপনি মুক্তি পেতে চলেছেন। ২০২৪ সালের রাশিফল অনুযায়ী শনি মহারাজ শুরু থেকেই আপনার রাশির ওপরে অবস্থান করবে, অন্যদিকে শনি আবার আপনার রাশির অধিপতি যার ফলে ক্যারিয়ারে সফলতা আসবে। শনি মহারাজ আপনার দ্বিতীয় ভাগে অবস্থান করে সপ্তম ভাগ এবং দশমভাবে বৃষ্টি ফেলবেন। তৃতীয় ভাগে শনির অবস্থানের কারণে আপনি প্রচুর পরিশ্রম করবেন এবং সফলতা অর্জন করবেন।
কুম্ভ রাশির ক্যারিয়ার রাশিফল 2024(Kumbh Rashifol in Bangali) অনুযায়ী জানুয়ারি মাসে সেভাবে সফলতা আপনি পাবেন না, তবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ততা সম্মুখীন হবেন। চাকরিজীবীদের জন্য পদোন্নতি সম্ভাবনা রয়েছে। জুন জুলাই আগস্ট মাসের মধ্যে আপনার বেতন বৃদ্ধি হতে পারে। তবে বছর শেষ হতে হতে আপনাকে অনেক কিছুই দিয়ে যেতে চলেছে শনি মহারাজ, আপনার চাকরির অবস্থান পরিবর্তন হতে পারে।
- কুম্ভ রাশির প্রেম রাশিফল 2024
২০২৪ সালের কুম্ভ রাশির প্রেমের রাশিফল তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বছরের শুরুটি অত্যন্ত দুর্বল হতে চলেছে কেননা শুরুতে সূর্য এবং মঙ্গল কুম্ভ রাশির পঞ্চম ভাগে অবস্থান করবে। যা প্রেমের মধ্যে উষ্ণতা বাড়াবে ফলে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকবে। তবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে মার্চের শেষ পর্যন্ত প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে। এই সময় শুক্র এবং বু ধ কুম্ভ রাশির একাদশভাগে অবস্থান করবে, যার ফলে রোমান্টিকতা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশির প্রেম রাশিফল 2024(Kumbh Rashifol 2024) এর অনুসারে শনি মহারাজ কুম্ভ রাশির উপরে অবস্থান করবে। যা আপনার প্রেমকে শক্তিশালী করে তুলবে, আপনি নিজের সম্পূর্ণ দিয়ে কোন একজন মানুষকে নিজের আপন করে নিতে পারবেন।
কুম্ভ রাশির প্রেমের রাশিফল ২০২৪ অনুযায়ী জুন-জুলাই এবং নভেম্বর-ডিসেম্বর মাসগুলি ভালোবাসার মাস হিসেবে পরিচিত পেতে চলেছে।
- কুম্ভ রাশির শিক্ষার রাশিফল 2024
কুম্ভ রাশির শিক্ষার রাশিফল ২০২৪ অনুযায়ী বছরের শুরু থেকেই লড়াইয়ের সম্মুখীন হতে হবে কুম্ভ রাশির জাতক/জাতিকাদের। প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুব মনোযোগ সহকারে পড়াশোনার ভিতরে থাকতে হবে না হলে পড়াশোনার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশুনা থেকে বারে বারেই মন দূরে সরে যাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরটি অনেকটা লড়াইয়ের মধ্য দিয়ে কাটবে। মনোযোগ স্থির না থাকলেই পড়ায় বিঘ্ন ঘটবে।
- কুম্ভ রাশির আর্থিক রাশিফল ২০২৪
কুম্ভ রাশির আর্থিক রাশিফল ২০২৪ অনুযায়ী বছরে শুরু থেকে আর্থিকভাবে সচ্ছলতা ফিরবে। তবে জানুয়ারি মাসটি কিছুটা খারাপ যেতে পারে। যেহেতু সূর্য এবং মঙ্গল কুম্ভ রাশির একাদশ স্থানে অবস্থান করছে তাই আর্থিকভাবে মজবুত হবে এই বছরটি। অতিরিক্ত অর্থ লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। আগস্ট মাসে কিছুটা আর্থিক সমস্যা দেখা দিলেও বছরের শেষ মাস গুলিতে আবারো প্রচুর অর্থ লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে।
- কুম্ভ রাশির স্বাস্থ্যের রাশিফল 2024
কুম্ভ রাশির স্বাস্থ্যের রাশিফল 2024 অনুযায়ী বছরটি আপনার ভালো যদি চলেছে। আপনার রাশির অধিপতি শনি অপরদিকে শনি মহারাজ আপনার রাশিতেই অবস্থান করছে ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। তবে নিজেকে সুশৃংখল জীবন যাপনের মধ্যে রাখতে পারলে আরো বেশি উপকৃত হবেন। শনি মহারাজ আপনাকে কাজী আরো পরিশ্রম করতে সহযোগিতা করবে।
- কুম্ভ রাশির পারিবারিক রাশিফল 2024
কুম্ভ রাশির ২০২৪ এর রাশিফল অনুযায়ী পারিবারিক পরিস্থিতি মজবুত হবে পিতা-মাতার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার প্রতিটি কাজে আপনার পরিবারে মানুষদের সঙ্গে পাবেন। বছরের শেষের দিকে অর্থাৎ ১ মে ২০২৪ তারিখের পরে বৃহস্পতি আপনার চতুর্থ ভাগে প্রবেশ করবে যা পরিবারের মধ্যে প্রেমের বন্ধন আরো বাড়িয়ে তুলবে।
বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে সন্তানদের নিয়ে একটু চিন্তিত থাকবেন তবে ফেব্রুয়ারি থেকে সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে।
কুম্ভ রাশির রাশিফল ২০২৪|Kumbh Barshik Rashifol 2024 in Bangali
- FAQ
1. কুম্ভ রাশি ২০২৪ শুভ লটারি সংখ্যাগুন কী?
Ans. কুম্ভ রাশি শুভ সংখ্যা 6 এবং 4
2. কুম্ভ রাশি শুভ দিক এবং শুভ রং কী?
Ans. কুম্ভ রাশি শুভদীপ দক্ষিণ এবং শুভ রং নীল।
3. কুম্ভ রাশির অধিপতির নাম কী?
Ans. কুম্ভ রাশির অধিপতি হলেন শনি।
4. কেমন থাকতে চলেছে কুম্ভ রাশির ২০১৪ সাল
Ans. কুম্ভ রাশি ২০২৪ সাল গত কয়েক বছরের তুলনায় ভালো যেতে চলেছে, ফেব্রুয়ারি মাস থেকে আর্থিক স্বচ্ছলতা বাড়বে, কাজের প্রতি মনোযোগ বাড়বে, এবং প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে।
0 মন্তব্যসমূহ