মেষ বাৎসরিক রাশিফল ২০২৪|মেষ রাশির ভবিষ্যৎ বাণী ২০২৪
মেষ রাশির রাশিফল ২০২৪(Mesh Horoscope 2024) অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে। বছরের শুরু থেকেই আপনার রাশির অধিপতি মঙ্গল মহারাজ ধনুরাসিক নবম ভাগে সূর্য মহারাজ্যের সঙ্গে অবস্থান করবে, যার ফলে আপনার দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে।
মেষ রাশির ভবিষ্যৎবাণী ২০২৪(Mesh Rashifol 2024) অনুযায়ী বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশির বাৎসরিক রাশিফল ২০২৪ অনুযায়ী বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ভাগে অবস্থান করবে ফলে আপনার বৈবাহিক জীবন ব্যবসায় অনেক উন্নতি হবে। আবার ১ মে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাগে প্রবেশ করবে ফলে আর্থিক উন্নতি ঘটবে মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে।
মেষ রাশির রাশিফল ২০২৪(Mesh Horoscope 2024) অনুযায়ী শনি মহারাজ আপনার বেশ কিছু পরীক্ষা নিতে চলেছে, বিশেষ করে প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হবে ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা ভালো, সেক্ষেত্রে কেমন থাকতে চলেছে পারিবারিক-জীবন-আর্থিক-পরিস্থিতি-সাংসারিক জীবন-ক্যারিয়ার-ব্যবসা মেষ রাশির ২০২৪ সবটাই জানতে পারবেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।
মেষ রাশির রাশিফল ২০২৪
মেষ রাশির রাশিফল ২০২৪ অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই রাশির জাতক/জাতিকাদের জীবনে
রাশির নাম | মেষ |
রাশির অধিপতি | মঙ্গল |
শুভ সংখ্যা | ৬ ও ৯ |
শুভ দিক | উত্তর-পূর্ব |
শুভ রত্ন | লাল প্রবল |
শুভ রং | লাল |
বন্ধু রাশি | তুলা |
শত্রু রাশি | কর্কট |
আরো পড়ুন:- রাশি নির্ণয় পদ্ধতি ২০২৪
- মেষ রাশির ক্যারিয়ার রাশিফল 2024
মেষ রাশির ক্যারিয়ার রাশিফল ২০২৪(Mesh Rashifol 2024) অনুসারে বছরটি অত্যন্ত ভালই হতে চলেছে। বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনার একাদশ ভাগে অবস্থান করছে, কর্মজীবনে স্থিতিশীলতা আনবে। আপনার কাজে দৃঢ়তা বাড়বে আপনার কাজে অনেক সুবিধা তৈরি করবে শনি মহারাজ। আপনার কর্ম ক্ষেত্রে উন্নতির যুগ তৈরি হচ্ছে।
মেষ রাশির ক্যারিয়ার রাশিফল 2024(Mesh Rashifol in Bangali) অনুযায়ী আগস্ট মাসে বেশ কিছু ভালো সুযোগ আসবে তবে আপনার চাকরির ক্ষেত্রে সামান্য সমস্যার সম্মুখীন হতে হবে। সেপ্টেম্বর-অক্টোবর মাস তেমন একটা ভালো যাবেনা। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনার কর্মজীবনে অত্যন্ত সাফল্য আনবে। শেষের দুই মাসে আপনারা চাইলে নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায় স্থিতিশীলতা বজায় রাখলে উন্নতি সম্ভাবনা রয়েছে।
- মেষ রাশির প্রেম রাশিফল 2024
২০২৪ সালের মেষ রাশির প্রেমের রাশিফল অনুযায়ী বছরটি ভালই যেতে চলেছে, শুরু থেকেই বৃহস্পতি আপনার একাদশভাগে অবস্থান করবে এছাড়া রাশির অধিপতি মঙ্গল মহারাজও রাশিতে অবস্থান করবে ফলে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হবে।
মেষ রাশির প্রেম রাশিফল 2024(Mesh Rashifol 2024) এর অনুসারে বছরের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে পুরনো বোঝা পড়া মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে জীবনসঙ্গিনী কে সঙ্গে নিয়ে পিতা-মাতার বাড়িতে কোন যোগ দেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। থেকে জুন মাসের মধ্যে কিছুটা ঝামেলা তৈরি হতে পারে তাই স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকাদের কিছুটা বুঝে শুনে পথ চলতে হবে, ধৈর্য রাখতে হবে উভয়পক্ষ কেই।
- মেষ রাশির শিক্ষার রাশিফল 2024
মেষ রাশির শিক্ষার রাশিফল ২০২৪ অনুযায়ী বছরের শুরু থেকেই বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে যার ফলে শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ দৃঢ় হবে সফলতা আপনার হাতে ধরা দেবে। তবে নিজেদের মধ্যে দৃঢ় সংকল্প নিয়ে পড়াশোনা মনোযোগ দিতে হবে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়টি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত ভালো এই সময় সফলতা আসতে পারে মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে। মে থেকে জুন মাসের মধ্যে উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে দিনগুলি অনুকূল পরিবেশ তৈরি করবে।
- মেষ রাশির আর্থিক রাশিফল ২০২৪
মেষ রাশির আর্থিক রাশিফল ২০২৪ অনুযায়ী বছরে শুরু থেকে শনি মহারাজ আপনার একাদশভাগে অবস্থান করবে এবং সারা বছর ধরে থাকবে ফলে আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। তবে কিছুটা দেখে শুনে খরচ করতে হবে ২০২৪ এ। অন্যদিকে রাহু মহারাজ রাশির দ্বাদশ ভাগে অবস্থান করবে ফলে ব্যয় ক্রমশই বৃদ্ধি পাবে।
মেষ রাশির রাশিফল ২০২৪ অনুসারে আর্থিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বছরটি ভালো যেতে চলেছে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট ও ডিসেম্বর মাসে সরকারি ক্ষেত্রে লাভের পরিস্থিতি তৈরি হবে।
- মেষ রাশির স্বাস্থ্যের রাশিফল 2024
মেষ রাশির স্বাস্থ্যের রাশিফল 2024 অনুযায়ী বছরটি অনুযায়ী বছরটি মিশ্র ফলাফল নায়ক থাকতে চলেছে। একদিকে বৃহস্পতির কৃপা বৃষ্টি পড়বে আপনার ওপরে ফলে স্বাস্থ্যের উন্নতি হবে, ঠিক অন্য দিকে রাহু এবং কেতুর উপস্থিতির কারণে শারীরিক সমস্যা তৈরি হবে। বিশেষ করে রক্তচাপ, মানসিক চাপ, মাথা ব্যথা, ত্বকের এলার্জি জাতীয় রোগগুলি আপনার পিছু ছাড়বে না।
- মেষ রাশির পারিবারিক রাশিফল 2024
মেষ রাশির ২০২৪ এর রাশিফল অনুযায়ী বছরে শুরু থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। পরিবারকে নিয়ে কোন অনুষ্ঠানে যোগ দেয়ার পরিস্থিতি তৈরি হবে। সন্তানদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মিটে যাওয়া সম্ভাবনা রয়েছে।
মেষ রাশির রাশিফল ২০২৪|Mesh Barshik Rashifol 2024 in Bangali
- FAQ
1. মেষ রাশি ২০২৪ শুভ লটারি সংখ্যাগুন কী?
Ans. মেষ রাশি শুভ সংখ্যা ৬ ও ৯
2. মেষ রাশি শুভ দিক এবং শুভ রং কী?
Ans. শুভ দিক উত্তর-পূর্ব শুভ রং লাল।
3. মেষ রাশির অধিপতির নাম কী?
Ans. মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল।
4. মেষ রাশির জীবনসঙ্গী কোন রাশি?
Ans. মেষ রাশির জীবনসঙ্গিনী তুলা রাশির জাতক/জাতিকা।
5. মেষ রাশির শত্রু-রাশি
Ans. মেষ রাশির জাতক/জাতিকাদের শত্রু রাশি হল কর্কট এবং বৃশ্চিক।
6. কেমন থাকতে চলেছে মেষ রাশির ২০১৪ সাল
Ans. বছরের শুরু থেকে এই দিনটি ভালই যেতে চলেছে, শনি মহারাজের দৃষ্টি পড়বে আর্থিক উন্নতি সম্ভাবনা রয়েছে। ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
0 মন্তব্যসমূহ