India vs Sri Lanka T20: তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটিং বিধ্বস্ত ভারতীয় দলের, এই রানে শ্রীলঙ্কাকে কি আটকাতে পারবে ভারত?

India vs Sri Lanka T20 series


India vs Sri Lanka T20: চলতি ভারত বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ভারত সিরিজ পকেটে পুরে নিয়েছে। সিরিজের তৃতীয় খেলা পাল্লেকেল্লে আন্তজার্তিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। 20 ওভারের শেষে আপাতদৃষ্টিতে সেই সিদ্ধান্ত অনেকটাই সফল বলে মনে করছেন ক্রিকেট কমেন্টটররা। ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত করেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলে মাহিশ থিকসানার বলে লেগ বিফোর আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর একদিকে শুভমান গিল ধরে রাখলেও আর একদিক তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

আরো পড়ুন:- চাপের মুখে বল হাতে দলকে জেতালেন ভারতীয় ব্যাটার

আগের ম্যাচের মতো এই ম্যাচেও শূন্য রানে আউট হন সঞ্জু স্যামসন। রিঙ্কু সিং করেন মাত্র 1 রান। ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব মাত্র 9 বলে 8 রান করে হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। বিশ্বকাপ জয়ী দলের সক্রিয় সদস্য শিবম দুবেও বিশেষ কিছু করতে পারেননি। তিনি মাত্র 13 রান যোগ করেন 14 বল খেলে। শুভমান গিল 37 বলে 39 রানের একটি ইনিংস খেলেন। প্রথম ম্যাচের অবিসংবাদী হিরো রিয়ান পরাগ 18 বলে 26 রানের ঝটিকা ইনিংস খেলেন। স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর 18 বলে 25 রানের একটি ইনিংস উপহার দেন ভারতীয় ক্রিকেট ফ্যানদের। 20 ওভারের শেষে 9 উইকেট হারিয়ে মাত্র 137 রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারতীয় ব্যাটাররা। 

শ্রীলঙ্কার তরফে মাহিশ থিকসানা 4 ওভার হাত ঘুরিয়ে 28 রান খরচ করে 3 টি উইকেট তুলে নেন। 2 টি উইকেট নেন হাসারাঙ্গাও। একটি করে উইকেট নেন রমেশ মেন্ডিস, চামিন্ডু বিক্রমসিংহে এবং আসিতা ফার্নান্ডো। ভারত কি পারবে এই রানের মধ্যেই শ্রীলঙ্কাকে আটকাতে? জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ