India Vs Srilanka: শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা ভারতের, পূর্ণশক্তি না নিয়েই দল ঘোষণা নির্বাচকদের, কে পড়লো বাদ

India Vs Srilanka Team


India Vs Srilanka: আসন্ন শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হলো বিসিসিআই এর তরফে। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলী এদিন আসন্ন শ্রীলঙ্কা সফরে জন্য টি টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করলো। দুটি দল ভিন্ন দুই অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। 

তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলা হবে যথাক্রমে শ্রীলঙ্কার পাল্লেকেলে এবং কলম্বোতে। টি টোয়েন্টি সিরিজের খেলাগুলো ২৭ জুলাই থেকে ৩০ জুলাই এর মধ্যে হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ২ আগস্ট থেকে।

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় টি টোয়েন্টি দল।

১. সূর্য কুমার যাদব। (অধিনায়ক)

২. শুভমান গিল। (সহ অধিনায়ক) 

৩. যশস্বী জয়সওয়াল

৪. রিঙ্কু সিং

৫. রিয়ান পরাগ

৬. ঋষভ পন্থ (উইকেটকিপার)

৭. সঞ্জু স্যামসন (উইকেটকিপার)

৮. হার্দিক পান্ডিয়া

৯. শিবম দুবে 

১০. ওয়াশিংটন সুন্দর 

১১. অক্ষর প্যাটেল

১২. রবি বিষ্ণোই 

১৩. অর্শদীপ সিং 

১৪. খলিল আহমেদ

১৫. মহম্মদ সিরাজ 

আরো পড়ুন:- হেড কোচ হওয়ার পর প্রথম বৈঠক করলেন গৌতম গম্ভীর

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের ওয়ানডে দল।

1. রোহিত শর্মা (অধিনায়ক)

2. শুভমান গিল (সহ অধিনায়ক)

3. বিরাট কোহলি

4. কে এল রাহুল (উইকেটকিপার)

5. ঋষভ পন্থ (উইকেটকিপার)

6. শিবম দুবে

7. শ্রেয়স আয়ার

8. কুলদীপ যাদব 

9. মহম্মদ সিরাজ

10. ওয়াশিংটন সুন্দর

11. অর্শদীপ সিং

12. রিয়ান পরাগ

13. অক্ষর প্যাটেল

14. খলিল আহমেদ

15. হর্ষিত রাণা।


ভারতীয় এই দুই দলকে নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ