Indian Cricket Goutam Gambhir: ভারতীয় দলের সদস্য নির্বাচিত হেড কোচ গৌতম গম্ভীর এই প্রথম বিসিসিআই এর গুরুত্বপূর্ণ অফিসিয়ালদের সঙ্গে মিটিং করলেন। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় দলের নির্বাচকরাও। গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দলে যে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে তার আভাস পাওয়া গেলো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকরও। গৌতম গম্ভীর তাঁর দিল্লির বাড়ী থেকে ভিডিও কলের মাধ্যমে এই মিটিংয়ে যোগ দেন।
মূলত আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়েই তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি চাইছেন, দলের প্রত্যেকের খেলার প্রতি দায়বদ্ধ থাকতে হবে। কোনোরূপ ঢিলেমি চলবে না। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি সিরিজে ভারতের এক নম্বর পছন্দ। কিন্তু তার ক্যাপ্টেন হবার সম্ভাবনা নেই বললেই চলে। গৌতম গম্ভীর সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে চাইছেন।
ভবিষ্যতে হার্দিক পান্ডিয়া ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হবেন কিনা সে নিয়ে বিসিসিআই তরফে কোনোরূপ মন্তব্য করা হয়নি। কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফরে সে আশা নাই। টি টোয়েন্টিতে তিনি ভারতীয় দলে থাকলেও রোহিত শর্মার নেতৃত্বাধীন ওয়ানডে দলে তিনি থাকবেন না বলে খবর। সম্ভবত, রোহিত শর্মা ফিরবেন দলে, সুতরাং তিনিই অধিনায়ক হবেন।
আরো পড়ুন:- প্রতিপক্ষকে দুরমুশ করে সিরিজ জয় ভারতের
ক্রিকেটারদের মানসিকতা এবং খেলার ধরন নিয়ে গৌতম গম্ভীর স্পষ্ট বলেন, ভয়ডরহীন মানসিকতা নিয়ে যারা খেলেন তাদের আগে বেছে নেওয়া হবে। ওয়ানডে ক্রিকেটে এমন ব্যাটার লাগে যারা ইনিংস গড়তে পারেন। কিন্তু সেই সঙ্গে আক্রমনাত্মক ভাবে খেলেন এমন ক্রিকেটারও দলে থাকা আবশ্যক। গৌতম গম্ভীর তাদের সময়ের প্রসঙ্গ টেনে বলেন, একটি নতুন নিয়মের সংযোজন ওয়ানডে ক্রিকেটের ধরনকে পাল্টে দিয়েছে। আগে একটি মাত্র নতুন বলে খেলা হতো। সেক্ষেত্রে পুরনো বলে সহজেই রিভার্স সুইং আদায় করতো বোলাররা। তাছাড়াও ফিঙ্গার স্পিনাররা ভালো করতো সেই সময়। কিন্তু বর্তমানে নিয়ম বদলে দুটি নতুন বল ব্যবহার করার যে আইন এসেছে তাতে ফিঙ্গার স্পিনাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্পেশালিস্ট পেস অ্যাটাক না থাকলে সমস্যা। তাই অনিয়মিত ব্যাটার হোক বা বোলার তাদের জায়গা দলে হওয়া এককথায় অসম্ভব বলে নতুন কোচের ধারনা।
তিনি আরোও বলেন, আমাদের এমন ক্রিকেটার দলে চাই যারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে পারবে এবং পারফরম্যান্স দিতে পারবে। গৌতম গম্ভীরের কথায় ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আগামীতে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত ভালো কিছু করতে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।
0 মন্তব্যসমূহ