Champion Trophy 2025: 2023 বিশ্বকাপে ভারতের হাতে ট্রফি না উঠলেও ভারতের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আইসিসি বেশ ভালোই মুনাফা অর্জন করেছিলো। কিন্তু সদ্য সমাপ্ত 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির উপার্জনের থেকে খরচ হয়েছে বেশি। এমনই খবর আইসিসি সূত্রে। বিশেষ করে, টি টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা পর্বে আইসিসি ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন গ্ৰাউন্ডে খেলা হয়। মূলত আমেরিকার মতো দেশে ক্রিকেটকে জনপ্রিয় বানাতে আইসিসি এই পদক্ষেপ গ্রহণ করে। আমেরিকার মাটিতে নতুন করে স্টেডিয়াম নির্মাণ, পিচ তৈরি সহ খেলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে ব্যাপক খরচ হয়েছে আইসিসির। কিন্তু সেই হারে লাভ হয়নি। তাই আগামীতে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে যাতে এইরকম ক্ষতির সম্মুখীন না হতে হয় তার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে চাইছে আইসিসি।
2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন ট্রফির(Champion Trophy) বাজেট নিয়ে বার্ষিক সম্মেলনে আলোচনা করবেন তারা। কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবার কথা। সেইখানে চ্যাম্পিয়ন ট্রফির বাজেট অনুমোদন করা হবে। গত জুন মাসে আইসিসির কর্তারা পাকিস্তান সফরে গেছিলেন। পাকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্টে কেমন কি খরচ হতে পারে সেই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মূখ্য অর্থনৈতিক আধিকারিকের সঙ্গে আলোচনাও হয়েছে আইসিসি কর্তাদের।
আরো পড়ুন:- শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা ভারতের, দেখুন
আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ সময়কালে পাকিস্তানের লাহোরে, করাচি এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন ট্রফির খেলাগুলো হবে। মোট আটটি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। সেইভাবে হিসাব হয়েছে। বাজেট ঘোষণার আগে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির অর্থ সংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হবে। পাকিস্তানের তিনটি মাঠের দায়িত্বে থাকা কমিটি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাদের খরচের হিসাব পাঠিয়েছে আগেই। সেই মতো পিসিবি তথ্য দিয়েছে আইসিসিকে। কিন্তু ভারতের মতো দেশের ক্রিকেট দল যদি পাকিস্তানে খেলতে না যায়, দুই দেশের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাহলে সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে হবে। সেক্ষেত্রে বাজেট বেড়ে যেতে পারে। খরচের পরিমাণ ভিন্ন রকম হতে পারে। শেষ এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। তাই ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছিল। এবারও তেমন হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন ট্রফি হতে পারে। সব সিদ্ধান্ত ভারতীয় বোর্ড এবং আইসিসির হাতে।
0 মন্তব্যসমূহ