India vs Sri lanka t20: চাপের মুখে বল হাতে দলকে জেতালেন ভারতীয় ব্যাটার, কত রানে জিতলো দল!

India vs Sri Lanka

India vs Sri lanka t20: বিশাল ব্যবধানে জয়লাভ করলেও প্রায় একপ্রকার ম্যাচ হারতে বসেছিল সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়। শ্রীলঙ্কার ওপেনার জুটি পাথুম নিশঙ্কা এবং কুশল মেন্ডিস যথাক্রমে 48 বলে 79 রান এবং 27 বলে 45 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। প্রথমদিকের ব্যাটারদের ঝোড়ো ইনিংস এর সৌজন্যে প্রথম 14 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 140 রান করে ফেলে শ্রীলঙ্কার দল। 

এরপর হঠাৎই ছন্দপতন ঘটে শ্রীলঙ্কার শিবিরে। অক্ষর প্যাটেলে একটি ওভারে দুটি উইকেটের পতন ঘটে। পাথুম নিশঙ্কা আউট হন। এরপর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার মিডিল ওর্ডার। 17 তম ওভারে বল করতে আসা রিয়ান পরাগ একটি উইকেট নেন। কিন্তু সেই ওভারে একটি দুর্দান্ত রান আউট সহ মোট 5 রানের বিনিময়ে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কার দল। শ্রীলঙ্কার অধিনায়ক চারিতা আশালাঙ্কা এবং পূর্ব অধিনায়ক দাসুন শনকা কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। শেষদিকে উইকেট নেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। রিয়ান পরাগ তিন উইকেট নেন। অক্ষর প্যাটেল দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবি বিষ্ণোই। 

আরো পড়ুন:- রোহিত_হার্দিক বির্তকে মুখ খুললেন সতীর্থ বুমরা

19.2 ওভারেই 10 উইকেট হারিয়ে যায় শ্রীলঙ্কা দলের। মাত্র 170 রান সংগ্রহ করতে পারে তারা। ভারত 43 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। প্রথম টি টোয়েন্টি জয়লাভ করে 1-0 তে এগিয়ে যায় ভারতীয় দল। এই ম্যাচের প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক সূর্য কুমার যাদব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ