India vs Sri lanka t20: ভারত বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পরপর দুটো বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের তরুণ তুর্কিরা আগামী 27 জুলাই থেকে শুরু হওয়া টি টোয়েন্টি সিরিজে দূর্দান্ত পারফরম্যান্স দিতে প্রস্তুত। কিন্তু বিপক্ষ শিবির জোড়া ধাক্কায় বিধ্বস্ত।
আগেই শ্রীলঙ্কান দলের তরফে জানানো হয়েছিল অসুস্থতার কারণে তাদের এক অন্যতম প্রধান ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা টি টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছিল অসিতা ফার্নান্ডোকে।
এবার আবারও এক অতি গুরুত্বপূর্ণ দ্রুতগতির বোলারের চোটে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়েছে শ্রীলঙ্কান বোলিং ইউনিট। আইপিএলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ কাঁপানো ডান হাতি ফাস্ট বোলার নুয়ান থুসারার বাঁহাতের আঙুল ভেঙে গেছে। বুধবার অনুশীলন চলাকালে ফিল্ডিং প্র্যাকটিসের সময় এই দুর্ঘটনা ঘটে। ডানহাতি বোলার হলেও চোট গুরুতর হওয়ায় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুয়ান থুসারাকে না খেলানোর। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপেও এই দুর্ধর্ষ বোলার বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। তিন ম্যাচে আট উইকেট নিয়েছিলেন তিনি। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্রিক নিয়েছিলেন তিনি। তার বিষাক্ত স্লোয়ার এবং ইয়র্কারে বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা বারবার বিধ্বস্ত হয়েছেন। এমন বোলারের অনুপস্থিতি অবশ্যই ভোগাবে শ্রীলঙ্কা দলকে।
আরো পড়ুন:- এশিয়া কাপে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স
শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা জানান, থুসারার চোট অবশ্যই আসন্ন সিরিজে শ্রীলঙ্কার জন্য ক্ষতিকারক। কিন্তু গুরুতর চোটের কারণে খেলানো সম্ভব নয়। তার পরিবর্তে নেওয়া হয়েছে দিলশান মধুশঙ্কাকে। এই বিষয়ে ভারতীয় দলের তরফে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ