Women Asia Cup: ভারতীয় মহিলা ক্রিকেট দল যেন স্বপ্নের পারফরম্যান্স দিচ্ছে চলতি এশিয়া কাপে। পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে দুরমুশ করার পর এবার খেলা ছিল ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে। সেই ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের জন্য ২০০ এর উপর রান সংগ্রহ করে রেকর্ড বুকে নাম লেখালেন।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের মারকুটে ওপেনার শেফালি বর্মার ১৮ বলে ৩৭ রানের ইনিংসের সুবাদে শুরুটা ভালো হয় ভারতীয়দের। অপর ওপেনার স্মৃতি মান্ধানা করেন ৯ বলে ১৩. হেমালতা তিন নম্বরে নেমে পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরমেন্স দিলেও এদিন দ্রুত উইকেট হারিয়ে সাজঘরে ফেরেন। এরপর রণাঙ্গনে অবতীর্ণ হন প্রবল আক্রমনাত্মক ব্যাটার ও ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে তিনি ৪৭ বলে ৬৬ বলের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। জেমাইমা রডরিগেজ তেমন কিছু না করতে পারলেও ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার বাংলার মেয়ে রিচা ঘোষের অতি দানবীয় পারফরম্যান্সের সৌজন্যে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল স্কোর সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দল। তিনি ২৯ বলে ৬৪ রানের দানবীয় ইনিংস খেলেন।
আরো পড়ুন:- চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বিশেষ পরিকল্পনা আইসিসি'র
জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড আরব আমিরাতের ব্যাটাররা ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে ঠিকঠাক দাঁড়াতেই পারেনি। ওপেনার এবং ক্যাপ্টেন ইশা রোহিত ওঝা ৩৬ বলে ৩৮ রানের একটি ইনিংস খেলেন। এবং শেষ দিকে কাভেশা এগোডাজ ৩২ বলে ৪০ রানের একটি ইনিংস খেলেন। তাদের সৌজন্যেই ১২৩ রান অবধি পৌঁছায় ইউনাইটেড আরব আমিরাত দলটি। ভারতীয় বোলারদের তরফে রেণুকা সিং ঠাকুর ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ১ টি উইকেট নেন। স্পিনার দীপ্তি শর্মা ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। বাকী তনুজা কানোয়ার, পুজা ভাসস্ত্রাকার এবং রাধা যাদব একটি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিচা ঘোষ। ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে নেপাল মহিলা ক্রিকেট দলের বিপক্ষে আগামী ২৪ জুলাই।
0 মন্তব্যসমূহ