Rohit vs Hardik: রোহিত_হার্দিক বির্তকে মুখ খুললেন সতীর্থ বুমরা, কোন রহস্য ফাঁস করলেন তিনি?

Rohit Vs Hardik Issue


Rohit Vs Hardik Issue: ভারত তথা বিশ্বের বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ বোলার জসপ্রীত বুমরা সম্প্রতি খবরের শিরোনামে আসেন। আগামী শ্রীলঙ্কা সিরিজের টি টোয়েন্টি কিংবা ওয়ানডে কোনো দলেই নেই এই তারকা বোলার, তবুও তিনি স্যোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছেন বর্তমানে। 

সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দেন ইয়র্কার কিং জসপ্রীত বুমরা। সেই সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন বিভিন্ন তথ্যের সঙ্গে ভারতীয় দলের সদস্য হিসেবে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় হিসেবেও জীবনের বহু ঘটনা তিনি জনসমক্ষে প্রকাশ করেন। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়েও বলতে শোনা যায় তাকে। 

এই সাক্ষাৎকারে তিনি চলতি বছরের আইপিএলের সময় রোহিত_হার্দিক বিতর্ক নিয়ে মুখ খোলেন। আইপিএলের সময় শোনা গিয়েছিল, হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার দলের বহু সিনিয়র তারকারা ক্ষুব্ধ হয়েছেন। দল মূলত দুইভাগে বিভক্ত হয়ে গেছিল। একটি দল রোহিতের সঙ্গে। আর একটি দল হার্দিক পান্ডিয়াকে সাপোর্ট দিচ্ছিলো। অন্দরমহলের এই অবস্থার জন্য মুম্বাই এবছর মুম্বাই সুলভ পারফরম্যান্স দিতেও পারেননি। কিন্তু ব্যতিক্রমী ভাবে নিয়মিত ভালো পারফরমেন্স দিয়ে জসপ্রীত বুমরা। এ প্রসঙ্গে জসপ্রীত এদিন মঞ্চে বলেন, গোটা দুনিয়ার সকলে যাই ভাবুক না কেন, আমরা তো জানি আসল ঘটনা। বাইরে যা শোনা যাচ্ছে তেমন কিছুই হয়নি। দলের সকলে হার্দিক পান্ডিয়ার সাথে ছিল। মাঠে দর্শকদের বিদ্রুপকে আমরা দলীয় ভাবে কখনোই প্রশ্রয় দিইনি। প্রয়োজনে হার্দিকের সঙ্গে কথাও বলেছি। সাহায্যও করেছি। 

আরো পড়ুন:- চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলো দুর্ধর্ষ ইয়র্কার বোলার

যদিও সমর্থকদেরও দোষ দিননি তিনি। বলেন, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আবেগ দিয়ে মানুষ ভাবে। আবেগের বশে অনেক কিছুই হয়ে যায়। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। হার্দিক তাইই করেছে। 

তিনি আরোও মনে করান যে হার্দিক কে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদ্রুপের শিকার হতে হয়েছিল সেই মাঠেই বিশ্বকাপ জয়ের পর প্রশংসিত হয়েছিল হার্দিক পান্ডিয়া। সবই সময় এবং সাফল্য নির্ভর। খেলায় জয়ধ্বনির সঙ্গে সমালোচনারও শিকার হতে হয়। বিশ্বের সেরা ফুটবলারদের সমালোচিত হতে হয়। সময় খারাপ থাকলে সবকিছু খারাপ হয়। কিন্তু ধৈর্য্য রেখে সময় পরিবর্তনের জন্য অপেক্ষা এবং সঙ্গে পরিশ্রম জরুরি। 

কার উইকেট নিয়ে জসপ্রীত সবচেয়ে খুশি হয়েছেন? এই প্রশ্নের উত্তর সাবলীলভাবে দেন বুমরা। আইপিএলে বিরাট কোহলির উইকেট তার পাওয়া সেরা উইকেটগুলোর অন্যতম।  জসপ্রীত বুমরার প্রিয় অধিনায়ক কে? এই প্রশ্নে বেশ বিজ্ঞের মতো উত্তর দিয়ে আসলে কে ভারতের সেরা অধিনায়ক এই বিতর্কে আর ঘি ঢালেননি অভিজ্ঞ বোলার। তার স্পষ্ট বক্তব্য, আমার মতে আমিই সেরা অধিনায়ক। যদিও খুব কম ম্যাচে অধিনায়কত্ব করেছি।

এদিনের সাক্ষাতকারে তার মা, স্ত্রী এবং তাঁর দিদির প্রসঙ্গ আসে। দিদির সঙ্গে তাঁর গভীর সম্পর্কের বিষয়টি জনসমক্ষে আনেন তিনি। স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে বির্তক হয় একথাও বলেছেন। কিন্তু কিছু স্পষ্ট করেননি।

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না ভারতের এই তারকা ফাস্ট বোলার। বিশ্বকাপের পর থেকে বিশ্রামে রয়েছেন তিনি। কোচ গৌতম গম্ভীর দলের এই শ্রেষ্ঠ বোলারকে খুব সতর্কভাবে ব্যবহার করতে চান। তাই সব সিরিজে তাকে নেওয়া হবে না বলেও জানান। অতি গুরুত্বপূর্ণ সিরিজগুলোয় দলে আসবেন জসপ্রীত বুমরা। 

একসময় ইউটিউব দেখে বল করতে শেখা বুমরা চান ভারতীয় দলের বর্তমান বোলাররা মুকেশ থেকে সিরাজ,  অর্শদীপ সকলেই যেন দলের হয়ে তাঁর থেকেও ভালো পারফরমেন্স দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ