India vs Sri lanka t20: ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি টোয়েন্টি ম্যাচের প্রথমার্ধে ব্যাটে বেশ দাপট দেখালো সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের তরুণ তুর্কিরা। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আয়োজক দেশ শ্রীলঙ্কা। ভারতের হয়ে ওপেন করতে আসে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। শুরুটা বেশ ভালোই করে দুই তরুণ ব্যাটার। জয়সওয়াল 21 বলে 40 রান এবং গিল 16 বলে 34 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাদের মারকুটে ব্যাটিং এর সৌজন্যে প্রথম 6 ওভারে বিনা উইকেটে 74 রান সংগ্রহ করে ভারতীয় দল। ষষ্ঠ ওভারের শেষ বলেই প্রথম উইকেট পড়ে। তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও স্কোরবোর্ডের গতি থামেনি। অধিনায়ক সূর্য কুমার যাদব মাত্র 26 বলে 58 রানের একটি দুর্ধর্ষ ইনিংস উপহার দেন।
আরো পড়ুন:- রোহিত_হার্দিক বির্তকে মুখ খুললেন সতীর্থ বুমরা
প্রথমদিকে দেখেশুনে খেললেও পরে রানের গতি বাড়ান উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। মাথিশা পাথিরানার বলে আউট হবার আগে তিনি করে ফেলেন 49 রান মাত্র 33 বলে। হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ এবং শেষদিকে রিঙ্কু সিং তেমন কিছু না করতে পারলেও অক্ষর প্যাটেলের ব্যাটে শেষদিকে 5 বলে 10 রানের ইনিংসই ভারতীয় দলের স্কোর পৌঁছে দেয় 20 ওভারের শেষে 7 উইকেটের বিনিময়ে 213 তে। শ্রীলঙ্কার তরফে ভালো বল করেন মাথিশা পাথিরানা। তিনি 4 ওভারে 4 টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। সেই কারনেই ভারত 213 তে থেমে যায়। তা না হলে স্কোরবোর্ডে আরোও রান যুক্ত হতো, যে হারে ব্যাট করছিলেন সূর্য কুমার যাদবরা। মহম্মদ সিরাজের নেতৃত্বাধীন ভারতের বোলিং ইউনিট কি পারবে শ্রীলঙ্কার ব্যাটারদের এই রানের গন্ডিতে আটকে গিয়ে 1-0 তে এগিয়ে যেতে। এখন সেটাই দেখার। ফলো করতে থাকুন আমাদের ওয়েবসাইট।
0 মন্তব্যসমূহ