India vs Zimbabwe 5th T20: জিম্বাবোয়ের ঘরের মাঠে জিম্বাবোয়ের পূর্ণ শক্তির দলকে দুরমুশ করে 4-1 ব্যবধানে সিরিজ জয় করে নিলো শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতের তরুণ তুর্কিরা। এদিন ভারত বনাম জিম্বাবোয়ের পঞ্চম ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে। বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক সিকন্দর রাজার বলে বোল্ড হয়ে যান তিনি। অধিনায়ক শুভমান গিলও বেশিক্ষণ পিচে টিকতে পারেননি। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান অভিষেক শর্মাও। উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন 45 বলে 58 রানের একটি অপেক্ষাকৃত স্লো ইনিংস খেলেন। যোগ্য সঙ্গত দেন রিয়ান পরাগ। 24 বলে 22 রান করেন তিনি। এরপর শিভম দুবের 12 বলে 26 রানের একটি দুর্দান্ত ইনিংসে ভর করে ভারত 20 ওভারের শেষে 6 উইকেট হারিয়ে 167 রান করতে সমর্থ হয়।
জিম্বাবোয়ের তরফে মুজারাবানি 2 উইকেট নেন। একটি করে উইকেট নেন সিকন্দর রাজা, নাগারাভা, ব্র্যান্ডন মাভুতা।
আরো পড়ুন: সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারতীয় ক্রিকেট দল...
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ের শুরুটা একদম ভালো হয়নি। ওপেনার ওয়েসলি মাধেভারে 0 রানে আউট হন। দলীয় 1 রানে প্রথম উইকেট পড়ে। এরপর একে একে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবোয়ের দল। একসময় 94 রানে 7 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। 18.3 ওভার শেষে 125 রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ভারত 42 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়। ভারতের তরফে পেস বোলার মুকেশ কুমার 4 উইকেট নেন। 2 উইকেট নেন শিভম দুবেও। একটি করে উইকেট নেয় তুষার দেশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মাও। ম্যাচের সেরা নির্বাচিত হন পেস বোলার অলরাউন্ডার শিভম দুবে। সিরিজ সেরা নির্বাচিত হন ওয়াশিংটন সুন্দর।
0 মন্তব্যসমূহ