আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই হোলি 2023(Holi 2023), ব্যস্ততার মাঝেও সারা বাংলার মানুষ নিজেকে রঙ্গিন করে তোলেন এই রং এর উৎসবে। হোলি ২০২৩ কবে বা এবছর দোলযাত্রা কবে(Dol Yatra)অথবা ২০২৩ দোল পূর্ণিমার তারিখ ও সময় জানতে চাইছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আরো জানুন ২০২৩ দোল পূর্ণিমার শুভ সময় কখন? এছাড়াও দোল পূর্ণিমার তাৎপর্য পুজো পদ্ধতি, কি করা উচিত কি করা উচিত নয় সহ বিস্তারিত তথ্য।
দোল পূর্ণিমা 2023(Dol Purnima 2023) ও হলো ২০২৩ (Holi): দোল পূর্ণিমার কথা সামনে এলেই রবীন্দ্রনাথের এই গানটি সবার আগে মনে পড়ে প্রতিটি বাঙালির। রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এই উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। গানটি হলো -
“ওরে গৃহবাসী...
খোল দ্বার খোল, লাগলো যে দোল,
স্থলে জলে বনতলে লাগলো যে দোল,
দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী।”
হোলি 2023 কবে? | দোল পূর্নিমা ২০২৩ কবে
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যে হোলি(Holi) উৎসব বা দোল পূর্ণিমা(Dol Yatra) সকালের কাছে অত্যন্ত প্রিয়। বাঙালি সহ ভারতের প্রতিটি প্রান্তের মানুষ এই উৎসবের আনন্দে নিজেকে সামিল করেন। সাধারণত ফাল্গুন মাসেই এই দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয়। চলুন দেখে নেয়া যাক হোলি 2023 কবে(Holi 2023)।
ভারতীয় সময় অনুসারে দোল পূর্ণিমা সময়সূচী
সারা ভারতবর্ষ ব্যাপী এই রঙের উৎসব পালন করা হয়। তবে বিশেষ করে দোল পূর্ণিমা বাংলা এবং উড়িষ্যার একটি প্রধান ধার্মিক উৎসব যা প্রতি বছর ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও এই দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয়ে থাকে যদিও তা হোলি নামে পরিচিত। ভারতবর্ষে নানা ধর্মের মানুষ বসবাস করেন, তবে এই দোল পূর্ণিমার দিন ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবকিছু ঘুরে সবাই আনন্দে শামিল হন। বিভিন্ন রংএ রঙিন হয়ে ওঠেন সকলে।
আরো পড়ুন:- মহা শিবরাত্রি সময়সূচী ২০২৩
দোল পূর্ণিমা ২০২৩ কবে?
আর কয়েক দিনের অপেক্ষা, তারপরেই দোল পূর্ণিমা। ২০২৩ সালের দোল পূর্ণিমা পড়েছে ৭ মার্চ (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২২ শে ফাল্গুন)। দোল পূর্ণিমার একদিন পরেই হোলি পালন করা হয়ে থাকে সেক্ষেত্রে ২০২৩ সালের হোলি ৮ মার্চ পড়েছে।
দোল পূর্ণিমা ২০২৩-Dolyatra 2023 Date and Time
২০২৩ সালের দোল পূর্ণিমা শুরু হচ্ছে ৬ই মার্চ বিকেল ৪ টা মিনিটে এবং পূর্ণিমা শেষ হচ্ছে ৭ই মার্চ সন্ধ্যে ৬ টা বেজে ৫ মিনিটে। যা নিচে আরো সুন্দরভাবে ছকের মাধ্যমে তুলে ধরা হলো।
উৎসবের নাম | তারিখ | সময় |
---|---|---|
দোল পূর্ণিমা | ৭ই মার্চ মঙ্গলবার( বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২২ শে ফাল্গুন) | ৬ই মার্চ বুধবার (২৩ ফাল্গুন) বিকেল ৪ টা ১৫ মিনিটে এবং পূর্ণিমা শেষ হচ্ছে ৭ই মার্চ সন্ধ্যে ৬ টা বেজে ৫ মিনিটে। |
হোলি উৎসব ২০২৩ সময়সূচি-Holi 2023 Timing
দোল পূর্ণিমার পরের দিন হোলি উৎসব পালন করা হয়ে থাকে। ২০২৩ সালের হোলি অনুষ্ঠিত হতে চলেছে ৮ই মার্চ বুধবার (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২৩শে ফাল্গুন)।
হোলিকা দহন কবে কখন?(Holika Dahan)
হুলিকা দহন উৎসব হোলির আগের দিন পালন করা হয়ে থাকে। এটি সাধারণত উত্তর ভারত জুড়ে বেশি লক্ষ্য করা যায় আলুর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্যই বিভিন্ন জায়গায় এই হুলিকা দহন পালন করা হয়ে থাকে। ২০২৩ হুলিকা দহনের শুভ সময়, ৬ই মার্চ বিকেল ৪ টে বেজে ১৭ মিনিটে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ৭ই মার্চ সন্ধ্যা ৬ টা বেজে ৯ মিনিটে।
দোল পূর্ণিমার সংক্ষিপ্ত তাৎপর্য
ভারতবর্ষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক বৈচিত্র্যময় দেশ। যদিও এই উৎসবটি হিন্দু ধর্মের মানুষেরা বেশি পালন করে থাকেন তবুও প্রায় সব ধর্মের মানুষ এই উৎসবে শামিল হন। রং ও আবিরে রঙিন হয়ে ওঠেন সকলেই। দোল পূর্ণিমা রং এর উৎসব জাব ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় উদযাপন করা হয়। তবে এই উৎসবটি বেশি লক্ষ্য করা যায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। বাংলার মানুষদের জন্য এই উৎসব পালনের আরও একটি কারণ হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উদযাপন করা হয় এই দিন। সনাতন হিন্দু যারা গ্রীষ্মের ভক্ত তাদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোল পূর্ণিমার পূজার নিয়ম
- ভোরবেলা আপনাকে উঠে সবার প্রথমে পূর্ণ স্নান করতে হবে। সেটা খুব ভালো হয় যদি আপনি গঙ্গাজলের স্নান করতে পারেন।
- আপনি চাইলে সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন যার ফলে আপনার জীবনে সমস্ত অন্ধকার কেটে আলোর দিশা মিলবে।
- দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খেতে হবে।
- পুজোর সরঞ্জাম আপনাকে নিজের হাতে গোছাতে হবে কারো সাহায্য নেয়া যাবে না।
- রং খেলার সময় আপনি গোলাপি লাল হলুদ নীল রং ব্যবহার করলে ভালো।
- দোল পূর্ণিমার দিন দরিদ্র মানুষদের সাহায্য করলে আপনার পূর্ণ লাভ হবে।
আরো পড়ুন:- সরস্বতী পুজো ২০২৪
হোলি উৎসব 2023 কবে তারিখ ও সময় | Holi-Dolyatra 2023: দোল পূর্নিমা ২০২৩ কবে-
FAQ
Question 1. হোলি ২০২৩ কত তারিখ?
Ans. দোল পূর্ণিমার পরের দিন হোলি উৎসব পালন করা হয়ে থাকে। ২০২৩ সালের হোলি অনুষ্ঠিত হতে চলেছে ৮ই মার্চ বুধবার (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২৩শে ফাল্গুন)।
Question 2. দোল পূর্ণিমার কবে 2023?
Ans. ২০২৩ সালের দোল পূর্ণিমা পড়েছে ৭ মার্চ (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২২ শে ফাল্গুন)।
Question 3. ২০২৩ সালে দোল পূর্ণিমার সময়সীমা।
Ans. দোল পূর্ণিমা ৭ই মার্চ মঙ্গলবার( বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২২ শে ফাল্গুন) ৬ই মার্চ বুধবার (২৩ ফাল্গুন) বিকেল ৪ টা ১৫ মিনিটে এবং পূর্ণিমা শেষ হচ্ছে ৭ই মার্চ সন্ধ্যে ৬ টা বেজে ৫ মিনিটে।
Question 4. দোল পূর্ণিমা তে কোন দেবতার আরাধনা করা হয়?
Ans. দোল পূর্ণিমা তে কৃষ্ণের আরাধনা করা হয়।
Question 5. হোলি আর কতদিন আছে ?
Ans. চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ হোলি পড়েছে।
Question 6. ভারতের কোন কোন রাজ্যে এই উৎসব বেশি পালন করা হয়ে থাকে?
Ans. প্রধানত ভারতের দুটি রাজ্যে এই উৎসবটি বেশি পালন করা হয় যার মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা।
Question 7. দোল পূর্ণিমার পূজার নিয়ম গুলি কি কি?
Ans.
- ভোরবেলা আপনাকে উঠে সবার প্রথমে পূর্ণ স্নান করতে হবে। সেটা খুব ভালো হয় যদি আপনি গঙ্গাজলের স্নান করতে পারেন।
- আপনি চাইলে সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন যার ফলে আপনার জীবনে সমস্ত অন্ধকার কেটে আলোর দিশা মিলবে।
- দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খেতে হবে।
- পুজোর সরঞ্জাম আপনাকে নিজের হাতে গোছাতে হবে কারো সাহায্য নেয়া যাবে না।
- রং খেলার সময় আপনি গোলাপি লাল হলুদ নীল রং ব্যবহার করলে ভালো।
- দোল পূর্ণিমার দিন দরিদ্র মানুষদের সাহায্য করলে আপনার পূর্ণ লাভ হবে।
0 মন্তব্যসমূহ