রাশি নির্ণয় পদ্ধতি | জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি ২০২৪


রাশি নির্ণয় পদ্ধতি 


জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় পদ্ধতি হল রাশি নির্ণয়ের সঠিক পদ্ধতি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নামের প্রথম অক্ষর দিয়ে রাশি নির্ণয় করি। প্রাচীনকাল থেকেই রাশিচক্রের হিসাব অনুযায়ী আমরা রাশিকে 12 টি ভাগে ভাগ করেছি যে গুলি হল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, মীন, মকর, কুম্ভ এবং মীনরাশি ।


প্রিয় পাঠক এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন 100 শতাংশ সঠিক জন্মের তারিখ দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি তাছাড়া আপনার শুভদিন, শুভসংখ্যা, মিত্ররাশি, শত্রুরাশি এবং লটারি কাটার শুভ তারিখও। এছাড়াও নামের প্রথম অক্ষর দিয়েও আপনি রাশি নির্ণয় করতে পারবেন।


 রাশি নির্ণয় পদ্ধতি মেষরাশি(Mesh Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে মেষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “অ” এবং “ল”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাসের ২১ তারিখ থেকে এপ্রিল মাসের ২০ তারিখের মধ্যে (চৈত্র ৮ তারিখ থেকে বৈশাখের ৭ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি মঙ্গল
শুভ সংখ্যা
শুভ তারিখ (প্রতি ইংরেজি মাসের) ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭
শুভ রং লাল, সাদা, গোলাপি।
শুভরত্ন রক্ত প্রবাল, হীরা।
শুভবার মঙ্গলবার ও রবিবার।
শুভদিক্ পূর্বদিক।
শুভধাতু তামা।
মিত্র রাশি সিংহ, তুলা ও ধনুরাশি।
শত্রুরাশি মিঠুন ও কন্যারাশি।


আরো পড়ুনে:- আজকের রাশিফল, দৈনিক রাশিফল


রাশি নির্ণয় পদ্ধতি বৃষরাশি(Vrishabh Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “উ”, “ব”, “ই”, “এ”, “ও”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল মাসের ২১ তারিখ থেকে মে মাসের ২১ তারিখের মধ্যে (বৈশাখের 8 তারিখ থেকে জ্যৈষ্ঠের ৭ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি শুক্র।
শুভ সংখ্যা
শুভ তারিখ (প্রতি ইংরেজি মাসের) ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭, ও ৩১
শুভ রং সাদা, নেভি ব্লু, গোলাপি।
শুভরত্ন হীরা, পান্না।
শুভবার শুক্র ও শনিবার।
শুভদিক্ দক্ষিণদিক
শুভধাতু প্লাটিনাম।
মিত্র রাশি মকর ও কুম্ভ রশি।
শত্রুরাশি ধনু, সিংহ, ও মিন রশি।


আরো পড়ুন: 2023 ও 2027 সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, বিশ্বকাপের ইতিহাস।


রাশি নির্ণয় পদ্ধতি মিথুনরাশি(Mithun Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “ক”, “ছ”, “ঘ”, “ঙ”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের ২২ তারিখ থেকে জুন মাসের ২১ তারিখের মধ্যে (জ্যৈষ্ঠের 8 তারিখ থেকে আষাঢ়ের ৭ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি বুধ
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৪, ৫, ৮, ১৪, ১৭, ২৩, ও ২৬
শুভ রং সবুজ, আকাশী, কমলা ও লাল।
শুভরত্ন পান্না
শুভধাতু সোনা
শুভবার বুধবার (এছাড়া মঙ্গল ও শুক্রবার)
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি মেশ, সিংহ, কন্যা, তুলা, ও কুম্ভ।
শত্রুরাশি কর্কট রাশি।


 আরো পড়ুন :- শিবরাত্রি ২০২৪ সময়সূচী


রাশি নির্ণয় পদ্ধতি কর্কটরাশি(Kark Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “ড”, “হ”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের ২২ তারিখ থেকে জুলাই মাসের ২২ তারিখের মধ্যে (আষাঢ়ের ৮ তারিখ থেকে শ্রাবনের ৭ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি চন্দ্র
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ২, ৭, ১১, ১৬, ২০, ২৫, ও ২৯p
শুভ রং সাদা ও ক্রীম
শুভরত্ন মুক্ত
শুভধাতু সোনা, রূপা ও তামা
শুভবার সোমবার
শুভদিক্ পূর্বদিক
মিত্ররাশি তুলা, বৃশ্চিক ও মীন
শত্রুরাশি মেশ


আরো পড়ুন: ২০২৪ সালে ভারতের দশটি বড় ইউটিউবার এর নাম





রাশি নির্ণয় পদ্ধতি সিংহরাশি(Singh Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “ম”, “ট”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাসের ২৩ তারিখ থেকে আগস্ট মাসের ২৩ তারিখের মধ্যে (শ্রাবনের ৮ তারিখ থেকে ভাদ্রের ৮ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা


রাশির অধিপতি রবি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ২, ৭, ১১, ১৬, ২০, ২৫, ও ২৯
শুভ রং সাদা ও হলুদ
শুভরত্ন চুনি বা রক্তবর্ণ হীরা
শুভধাতু তামা
শুভবার রবি ও বুধবার
শুভদিক্ পূর্বদিক
মিত্ররাশি মিস, কন্যা, ও ধনুরাশি।
শত্রুরাশি বৃষ, তুলা, মকর ও কুম্ভরাশি।



রাশি নির্ণয় পদ্ধতি কণ্যরাশি(Kanya Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “প”, “ঠ”, “ষ”, “ণ”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাসের ২৪ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ২৩ তারিখের মধ্যে (ভাদ্রের ৯ তারিখ থেকে আশ্বিন ৮ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।

রাশির অধিপতি বুধ
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৫, ৮, ১৪, ১৭, ২৩, ২৬, ও ৩০
শুভ রং সবুজ
শুভরত্ন পান্না
শুভধাতু সোনা ও তামা
শুভবার রবি ও বুধবার
শুভদিক্ দক্ষিণদিক
মিত্ররাশি মেষ, মিথুন, সিংহ ও তুলা।
শত্রুরাশি কর্কটরাশি।


আরো পড়ুন: রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতি, বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে সন্তানের কি সমস্যা হবে।


রাশি নির্ণয় পদ্ধতি তুলারাশি(Tula Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “র”, “ত”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ থেকে অক্টোবর মাসের ২৩ তারিখের মধ্যে (আশ্বিন ৯ তারিখ থেকে কার্তিক ৮ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি শুক্র
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ১, ৬, ১০, ১৫, ১৯, ২৪, ও ২৮
শুভ রং সাদা
শুভরত্ন হীরা
শুভধাতু তামা ও রুপা
শুভবার শুক্রবার
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি মিথুন, কর্কট, ধনু ও কুম্ভরাশি
শত্রুরাশি সিংহরাশি



রাশি নির্ণয় পদ্ধতি বৃশ্চিকরাশি(Virahchik Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “ন”, “য”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর মাসের ২৪ তারিখ থেকে নভেম্বর মাসের ২৫ তারিখের মধ্যে (কার্তিক ৯ তারিখ থেকে অগ্রায়ন ৮ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি মঙ্গল
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭, ও ৩১
শুভ রং লাল
শুভরত্ন প্রবাল
শুভধাতু সোনা
শুভবার রবি ও মঙ্গলবার
শুভদিক্ উত্তরদিক
মিত্ররাশি কর্কট ও মীনরাশি
শত্রুরাশি মেষ, সিংহ ও ধনুরাশি



রাশি নির্ণয় পদ্ধতি ধনুরাশি(Dhanu Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “ধ”, “ভ”, “ফ”, “ঢ়”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর মাসের ২৩ তারিখ থেকে ডিসেম্বর মাসের ২১ তারিখের মধ্যে (অগ্রায়ন ৯ তারিখ থেকে পৌষ ৭ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি বৃহস্পতি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০
শুভ রং সাদা হলুদ ও নীল
শুভরত্ন পোখরাজ
শুভধাতু সোনা, তামা, ব্রঞ্চ ও সিজা।
শুভবার বৃহস্পতিবার
শুভদিক্ পূর্বদিক
মিত্ররাশি মেষ ও সিংহরাশি
শত্রুরাশি কর্কট,বৃশ্চিক ও মিনরাশি।



রাশি নির্ণয় পদ্ধতি মকর রাশি(Makar Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “খ”, “জ”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে (পৌষের ৮ তারিখ থেকে মাঘের ৭ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি শনি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৬, ২১, ও ২৬
শুভ রং কাল ও নীল।
শুভরত্ন নীলা
শুভধাতু লোহা ও সীসা।
শুভবার শুক্র ও শনিবার
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি কুম্ভরাশি।
শত্রুরাশি সিংহরাশি



রাশি নির্ণয় পদ্ধতি কুম্ভরাশি(Kumbh Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “শ”, “স”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখের মধ্যে (মাঘের ৮ তারিখ থেকে ফাগুন ৬ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি শনি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০
শুভ রং কালো নীল ও আকাশে
শুভরত্ন নীলা
শুভধাতু লোহা ও সীসা।
শুভবার শুক্র ও শনিবার
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি বৃষ, মকর ও মীনরাশিp
শত্রুরাশি মেষ, কর্কট ও সিংহরাশি



রাশি নির্ণয় পদ্ধতি মীনরাশি(Meen Rashi)

নাম দিয়ে রাশি নির্ণয় এর ক্ষেত্রে বৃষ রাশির জাতক/জাতিকাদের নামের প্রথম অক্ষরটি হলো “দ”, “চ”, “থ”, “ঞ”, “ঝ”।

জন্মের তারিখ অনুযায়ী রাশি নির্ণয় এর ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে মার্চ মাসের ২০ তারিখের মধ্যে (ফাল্গুনের ৭ তারিখ থেকে চৈত্রের ৭ তারিখের মধ্যে) জন্মগ্রহণ করেন তাহলে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।


রাশির অধিপতি বৃহস্পতি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০
শুভ রং হলুদ, গোলাপি ও হালকা মেরুন।
শুভরত্ন পোখরাজ, চুমু ও রক্তপ্রলাপ।
শুভধাতু সোনা ও তামা।
শুভবার বৃহস্পতিবার
শুভদিক্ উত্তরদিক
মিত্ররাশি মেষ, সিংহ ও বৃশ্চিক
শত্রুরাশি মিথুন ও কুম্ভরাশি


আরো পড়ুন:- August Mashik Rashifal 2022: আগস্ট মাসে ভাগ্য ফিরছে এই পাঁচ রাশির



  • FAQ

1. রাশিচক্রের নিয়ম অনুসারে রাশি কয় প্রকার ও কী কী?


রাসিকে 12 ভাগে ভাগ করা হয়েছে, যে গুলি মেষরাশি
  • মেষরাশি
  • বৃষরাশি
  • মিথুনরাশি
  • কর্কটরাশি
  • সিংহরাশি
  • কন্যারাশি
  • তুলারাশি
  • বৃশ্চিকরাশি
  • মীন রাশি
  • মকররাশি
  • কুম্ভরাশি
  • মীনরাশি

2. কোন রাশির অধিপতি কে?

  • মেষরাশি- মঙ্গল
  • বৃষরাশি- শুক্র
  • মিথুনরাশি- বুধ
  • কর্কটরাশি- চন্দ্র
  • সিংহরাশি- রবি
  • কন্যারাশি- বুধ
  • তুলারাশি- শুক্র
  • বৃশ্চিকরাশি- মঙ্গল
  • মীন রাশি- বৃহস্পতি
  • মকররাশি- শনি
  • কুম্ভরাশি- শনি
  • মীনরাশি- বৃহস্পতি

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ